প্রবীণ নাগরিকদের মাসে ১০,০০০ টাকা পেনশন দেবে মোদী সরকার
২০১৭ সালে এই প্রকল্পের সূচনা করেছিলেন অর্থমন্ত্রী অরুণ জেটলি। অনলাইন ও অফলাইন দুই পদ্ধতিতেই এই প্রকল্পে বিনিয়োগ করা সম্ভব। তাছাড়া এই প্রকল্পকে জিএসটির বাইরে রেখেছে মোদী সরকার। তাছাড়া প্রকল্পে যোগদানের ৩ বছর পর বিনিয়োগকৃত অর্থের ৭৫ শতাংশ পর্যন্ত ঋণ নিতে পারেন বিনিয়োগকারী।
ওয়েব ডেস্ক: প্রবীণ নাগরিকদের জন্য সুখরব নিয়ে এল মোদী সরকার। এবার প্রধানমন্ত্রী বয়ঃ বন্দনা যোজনায় ১৫ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারবেন প্রবীণ নাগরিকরা। এই প্রকল্পে ১০,০০০ টাকা পেনশন মিলবে। আগে এই প্রকল্পে ৭.৫ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারতেন প্রবীণ নাগরিকরা। সেই সীমা বাড়িয়ে ১৫ লক্ষ করার অনুমতি দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। সঙ্গে প্রকল্পে আমানতের শেষ তারিখ ৪ মে ২০১৮ থেকে বাড়িয়ে ২১ মার্চ ২০২০ করা হয়েছে। এই প্রকল্পের অধীনে প্রবীণ নাগরিকদের সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে চায় মোদী সরকার।
ভারতীয় জীবন বিমা নিগম পরিচালিত প্রধানমন্ত্রী বয়ঃ বন্দনা যোজনায় আমানত করতে পারবেন শুধুমাত্র প্রবীণ নাগরিকরাই। ৬০ বছর হয়স হলে তবেই এই যোজনায় বিনিয়োগ করা যাবে। সরকারের দাবি, ২.২৩ লক্ষ প্রবীণ নাগরিক ইতিমধ্যে এই প্রকল্পে নিজেদের নাম লিখিয়েছেন। এই যোজনায় বার্ষিক ৮ শতাংশ হারে সুদ পান বিনিয়োগকারীরা।
ঘরোয়া উপায়গুলির সাহায্যে ধূমপান ছাড়তে পারবেন সহজেই
এই প্রকল্পের আওতায় ১০ বছর পর্যন্ত ৮ শতাংশ সুদের নিশ্চয়তা দেয় সরকার। কোনও কারণে বাজারে সুদের হার কমে গেলে ভর্তুকি দেয় সরকার।
২০১৭ সালে এই প্রকল্পের সূচনা করেছিলেন অর্থমন্ত্রী অরুণ জেটলি। অনলাইন ও অফলাইন দুই পদ্ধতিতেই এই প্রকল্পে বিনিয়োগ করা সম্ভব। তাছাড়া এই প্রকল্পকে জিএসটির বাইরে রেখেছে মোদী সরকার। তাছাড়া প্রকল্পে যোগদানের ৩ বছর পর বিনিয়োগকৃত অর্থের ৭৫ শতাংশ পর্যন্ত ঋণ নিতে পারেন বিনিয়োগকারী। পেনশনভোগীর মৃত্যু হলে বিনিয়োগকৃত অর্থ উত্তরাধিকারিকে ফিরিয়ে দেবে সরকার। হস্তান্তরের যাবতীয় খরচ চোকাবে কেন্দ্র।