মাতৃত্ব অসাধারণ একটা অভিজ্ঞতা: আয়েশা টাকিয়া

অনেক বছর ধরেই রুপোলি পর্দায় দেখা যায়নি বলিউড ডিভা আয়েশা টাকিয়াকে। বলিউডের একসময়ের জনপ্রিয় অভিনেত্রী এখন চুটিয়ে সংসার করছেন। পরিবার সন্তানকে সময় দিচ্ছেন। মাতৃত্ব তাঁর কাছে কেমন অনুভূতি নিজেই জানালেন।

Updated By: Jun 25, 2017, 06:04 PM IST
মাতৃত্ব অসাধারণ একটা অভিজ্ঞতা: আয়েশা টাকিয়া

ওয়েব ডেস্ক: অনেক বছর ধরেই রুপোলি পর্দায় দেখা যায়নি বলিউড ডিভা আয়েশা টাকিয়াকে। বলিউডের একসময়ের জনপ্রিয় অভিনেত্রী এখন চুটিয়ে সংসার করছেন। পরিবার সন্তানকে সময় দিচ্ছেন। মাতৃত্ব তাঁর কাছে কেমন অনুভূতি নিজেই জানালেন।

বলিউড অভিনেত্রী আয়েশা টাকিয়া এখন ৩ বছরের ছেলের মা । ছেলের নাম মিখাইল। জানালেন, মা হিসেবে তাঁর যাত্রা একেবারেই একটা জয়রাইডের মতো। আয়েশা টাকিয়া বললেন, ‘মা হওয়া অসাধারণ একটা অভিজ্ঞতা। এটা নিজের কাছে একটা শিক্ষাও বটে। কারণ, মা হওয়ার পর যে যে অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়, তা একেবারেই নতুন। মা হওয়ার পর প্রত্যেকেই অন্য মানুষ হয়ে ওঠে। আমার মনে হয়, অভিভাবক হিসেবে একজন মানুষকে গড়ে তোলে এই অভিজ্ঞতাগুলোই। প্রত্যেকদিন নতুন নতুন অভিজ্ঞতা হয়।’

আয়েশা আরও বলেন, ‘আমার ছেলের এখন সাড়ে তিন বছর বয়স। মানে, সে এখন খুবই দুষ্টু। আর তার এখন নানারকমের চাহিদা থাকে। আমার মনে হয়, প্রত্যেক বাবা-মায়ের কাছেই সন্তানের প্রতি নজর দেওয়া বিশেষ দায়িত্বের মধ্যে পড়ে।’

.