এমন সব জিনিস যা সব ভূগোল বইতে নেই, কিন্তু জেনে রাখা উচিত
পার্থ প্রতিম চন্দ্র
ছোটবেলা থেকে তো ভূগোল বই কম পড়েননি। জানি অনেক বলবেন, 'শুধু পড়িনি, ভাল নম্বরও পেয়েছি।' আচ্ছা তাহলে নিন আমি এমন সব ভৌগলিক তথ্য দেব যা মিলিয়ে দেখে নিন ভূগোল বইতে সব পড়েছেন কি না।
মুম্বইয়ের চেয়ে ব্যাঙ্কক কলকাতার থেকে কাছে। বিমানে কলকাতা থেকে মুম্বইয়ের দূরত্ব ১৬৬০ কিলোমিটার, সেখানে কলকাতা থেকে ব্যাঙ্ককের দূরত্ব ১৬১৪ কিলোমিটার। ঠিক যেমন দিল্লি থেকে কাবুলের দূরত্ব, দিল্লি থেকে মুম্বইয়ের চেয়ে কম।
মহাকাশ থেকে খালি চোখে চিনের প্রাচীর দেখা যায় এটা তো ছোটবেলা থেকেই শুনেছেন। খুব স্পষ্ট না হলেও মহাকাশ থেকে চিনের প্রাচীরকে দেখায় বাদামী একটা রেখার মত। কিন্তু এটা জানেন কী শুধু চিনের প্রাচীর নয় ২০০০ সালে তৈরি ব্রিটিশদের তৈরি বড় সাদা 'মিলেনিয়াম ডোম'ও মহাকাশ থেকে খালি চোখে বেশ স্পষ্ট দেখা যায়। বিশেষ করে রাতে 'মিলেনিয়াম ডোম'-এ আলো জ্বালালে বেশ পরিষ্কার দেখা যায়।
চিন নয় এখনও বিশ্বের বৃহত্তম দেশের নাম রাশিয়া। রাশিয়ার মোট আয়তন প্লুটো গ্রহের থেকেও বড়। এটি পৃথিবীর এক-সপ্তমাংশ জায়গা দখল করে আছে।।
বাহামাসের জাতীয় পাখি হল ফ্ল্যামিঙ্গো।
অস্ট্রেলিয়া হল একমাত্র মহাদেশে কোনও জীবিত আগ্নেয়গিরি নেই।
অ্যান্ডোরার মানুষদের গড় আয়ু ৮৫ বছর। বিশ্বের যে দেশের মানুষের চেয়ে বেশিদিন বাঁচে আন্ডোরার মানুষ।
আফ্রিকার সবচেয়ে বড় দেশের নাম সুদান
আফগানিস্তানের জাতীয় খেলার হল বুজকাশি। বাংলায় যার মানে ছাগল ধরা।
বিশ্বের সবচেয়ে বেশি সংখ্যাক মানুষ প্যারিস ঘুরতে যায়। প্রতি বছর গড়ে ৭ কোটি ৮০ লক্ষের মত পর্যটকের ভিড় হয় আইফেল টাওয়ারের শহরে।
ইস্তানবুল (তুর্কি) হল বিশ্বের একমাত্র শহর যে দুটি মহাদেশে অবস্থিত।
পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম শহরের নাম হুলুনবুইর (মঙ্গোলিয়া)। দৈর্ঘ্য 263,953 km2।
ইজিপ্টকে পিরামিডের দেশ বলে। কিন্তু জানেন কী পৃথিবীর সবচেয়ে বড় পিরামিড মেক্সিকোতে অবস্থিত। অথচ আমাদের কাউকে প্রশ্ন করলে বলতেও পারব না মেক্সিকোতে আদৌ কোনও পিরামিড আছে কি না।
পৃথিবীর সবচেয়ে শুষ্কতম অঞ্চলের নাম রস আইসল্যান্ড, আন্টাকটিকা। ১০ লক্ষ বছর ধরে এখানে বৃষ্টি হয়নি।
ভারত থেকে ইটালি শুধু চারটে দেশ দূরে। পাকিস্তান, ইরান, তুর্কি, গ্রিস পেরোলেই আমরা ইতালি পৌঁছে যাব।