বছরভর ১৫টা লম্বা উইকএন্ড, কবে কবে দেখে নিয়ে বসে পড়ুন বেড়ানোর প্ল্যান করতে
ভ্রমণপিপাসুদের জন্য রয়েছে খুশির খবর। জানেন কি, ২০১৮ সালে রয়েছে ১৫টি লম্বা ছুটি? প্রায় প্রতি মাসেই রয়েছে একটি বা দু'টি টানা ছুটি। তাহলে এখনই বসে পড়ুন খাতা কলম নিয়ে। আর ছকে ফেলুন গোটা বছরের ট্যুর প্ল্যান।
![বছরভর ১৫টা লম্বা উইকএন্ড, কবে কবে দেখে নিয়ে বসে পড়ুন বেড়ানোর প্ল্যান করতে বছরভর ১৫টা লম্বা উইকএন্ড, কবে কবে দেখে নিয়ে বসে পড়ুন বেড়ানোর প্ল্যান করতে](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2018/01/25/106772-perfect-girl2343214.jpg)
ওয়েব ডেস্ক: বাঙালি মানেই পায়ের তলায় সরষে। শুধু কয়েকটা দিন ছুটির হলেই হল। তা সে ঘরের পাশে দিঘা হোক বা সুদূর ব্যাঙ্কক। বেড়াতে যাওয়ার নাম করলে বাঙালি এক পায়ে খাড়া। এমনকী কী করে কম খরচে বেড়ানো যায় তার পরিকল্পনা করতেই অধিকাংশ সময় কেটে যায় অনেক বাঙালির। আর সেজন্য আগাম ক্যালেন্ডার নিয়ে বসে যান অনেকেই। এমন ভ্রমণপিপাসুদের জন্য রয়েছে খুশির খবর। জানেন কি, ২০১৮ সালে রয়েছে ১৫টি লম্বা ছুটি? প্রায় প্রতি মাসেই রয়েছে একটি বা দু'টি টানা ছুটি। তাহলে এখনই বসে পড়ুন খাতা কলম নিয়ে। আর ছকে ফেলুন গোটা বছরের ট্যুর প্ল্যান।
আরও পড়ুন - নতুন বছরে কেমন যাবে যৌনজীবন? জেনে নিন রাশি দিয়ে