মুখের ত্বককে আরও জেল্লাদার সুন্দর, উজ্জ্বল করতে চান? নিজেকে চড় মারুন!

ত্বকে চড় মারলে ঠিক কী কী পরিবর্তন হয়, কী ভাবে উপকৃত হয় আমাদের ত্বক, এ বার সেটাই দেখা যাক...

Edited By: সুদীপ দে | Updated By: Feb 16, 2020, 10:51 AM IST
মুখের ত্বককে আরও জেল্লাদার সুন্দর, উজ্জ্বল করতে চান? নিজেকে চড় মারুন!

নিজস্ব প্রতিবেদন: ত্বক ভাল রাখতে আমরা কী না করি! তাকে সব সময় সতেজ ও উজ্জ্বল রাখতে আমরা নানা উপায়ে যত্ন নিয়ে থাকি। কিন্তু জানেন কি ত্বকে চড় মেরেও তার যত্ন নেওয়া সম্ভব। অবাক হচ্ছেন! যেখানে কত যত্ন করে আমরা মুখে ক্লিনজার, টোনার, ময়েশ্চারাইজার লাগাই, সেখানে কিনা ত্বক ভাল রাখতে চড় মারতে হবে ত্বকে! অন্তত কোরিয়ার মহিলাদের সুন্দর ত্বকের রহস্য নাকি এই অদ্ভুত পদ্ধতিটিই! ত্বকে চড় মারলে ঠিক কী কী পরিবর্তন হয়, এ বার সেটাই দেখা যাক...

ত্বকে চড় মারার উপকারিতা:

বিউটি সিস্টেম হিসেবে মুখে হালকা করে চড় মারলে ভাল থাকে ত্বক।

রক্ত চলাচল ভাল রাখার জন্য় ত্বকে আঙুল দিয়ে আঘাত করলে উন্নতি হয়ে এবং ত্বকের উজ্জ্বলতা বাড়ায়।

বার্ধক্য আসতে বাধা দেয় এবং নতুন কোষ তৈরিতে সাহায্য করে।

আরও পড়ুন: এই শহরে থাকার একটাই শর্ত, বাদ দিতে হবে আপনার অ্যাপেনডিক্স!

ত্বকে ক্রিম ভাল করে শোষণ করে।

কোলাজেন উত্পন্ন করে বলিরেখা কমাতে সাহায্য করে।

ত্বককে নরম ও কোমল রাখতে সাহায্য় করে।

.