আত্মহত্যা কোন বার সবথেকে বেশি ঘটে, আর কোন বারে সবথেকে কম!
আত্মহত্যা গোটা বিশ্বেই বেড়ে চলেছে। মানসিক অবসাদে আগের থেকে প্রতিদিন বেশি মানুষ ভুগছেন। এই তো টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী প্রত্যুষা আত্মহত্যা করে মারা গেলেন। আত্মহত্যার উপরও চালানো হয়েছে সমীক্ষা। আর সেই সমীক্ষার ফলে যে তথ্য উঠে এসেছে, সেটা জেনে রাখা ভালো।
![আত্মহত্যা কোন বার সবথেকে বেশি ঘটে, আর কোন বারে সবথেকে কম! আত্মহত্যা কোন বার সবথেকে বেশি ঘটে, আর কোন বারে সবথেকে কম!](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2016/04/02/52606-attohatya2-4-16.jpg)
ওয়েব ডেস্ক: আত্মহত্যা গোটা বিশ্বেই বেড়ে চলেছে। মানসিক অবসাদে আগের থেকে প্রতিদিন বেশি মানুষ ভুগছেন। এই তো টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী প্রত্যুষা আত্মহত্যা করে মারা গেলেন। আত্মহত্যার উপরও চালানো হয়েছে সমীক্ষা। আর সেই সমীক্ষার ফলে যে তথ্য উঠে এসেছে, সেটা জেনে রাখা ভালো।
পরিসংখ্যান অনুযায়ী, গোটা বিশ্বে মানুষের সবচেয়ে বেশি আত্মহত্যার ঘটনা ঘটেছে সোমবার। আর সবচেয়ে কম আত্মহত্যার হয়েছে বুধবারে। অর্থাত্ সোমবার সত্যিই শুধু কাজের দিন নয়। স্বেচ্ছায় চলে যাওয়ারও দিনও বটে। তাই কখনও কোনও প্রিয়জনকে সোমবার অবসাদগ্রস্থ দেখলে, তাঁকে একটু সময় দেবেন। নজের রাখবেন।
(এই তথ্যটি নেওয়া হয়েছে অসাধারণ জ্ঞান নামের বইটি থেকে। বইটি লিখেছেন স্বরূপ দত্ত এবং পার্থ প্রতিম চন্দ্র।)