Surya Grahan: বছরের প্রথম সূর্যগ্রহণ বৃষরাশিতে; কবে কোথা থেকে কখন দেখা যাবে এই গ্রহণ?

এবারের সূর্যগ্রহণ (solar eclipse) অবশ্য পূর্ণ নয়, আংশিক (partial eclipse) হতে চলেছে।

Updated By: Mar 11, 2022, 03:03 PM IST
Surya Grahan: বছরের প্রথম সূর্যগ্রহণ বৃষরাশিতে; কবে কোথা থেকে কখন দেখা যাবে এই গ্রহণ?

নিজস্ব প্রতিবেদন: দেখতে-দেখতে ৩ মাস হতে চলল নতুন বছরটির। আর এই করতে-করতে চলে এল ২০২২ সালের প্রথম সূর্যগ্রহণের লগ্নও। 

এ বছরের প্রথম সূর্যগ্রহণটি হতে চলেছে আগামি ৩০ এপ্রিল। এই সূর্যগ্রহণ অবশ্য পূর্ণ নয়, আংশিক হতে চলেছে। 

কোথা থেকে দেখা যাবে গ্রহণ? 

এই গ্রহণ দেখা যাবে দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম আমেরিকা, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর এবং আন্টার্কটিক মহাসাগর থেকে। ভারত থেকে এই গ্রহণ দেখা যাবে না। 

কখন দেখা যাবে গ্রহণ? 

আসন্ন এই গ্রহণ হতে চলেছে বৃষ রাশিতে। ৩০ এপ্রিল দুপুর ১২টা ১৫ মিনিট থেকে বিকেল ৪টে ০৭ মিনিট পর্যন্ত চলবে গ্রহণ। এই সময়-পর্বে যথারীতি থাকতে হবে সাবধানে, নিয়মমাফিক।  

পূর্ণ বা আংশিক যে কোনও গ্রহণই হল এক বিশেষ মহাজাগতিক ঘটনা। পুরাণেও গ্রহণের ব্যাখ্যা আছে। সেখানে বলা হয়, এটা মূলত রাহু ও কেতুর খেলা। 

আরও পড়ুন: Summer Green Curry: ফুলকপি দিয়ে রাঁধুন পটোল; স্বাস্থ্যকরও হবে, সুস্বাদুও 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.