বাপরে! এত্ত বড় রুবিকস কিউব (দেখুন ভিডিও)
নানা রঙের চৌকো চৌকো খোপ কাটা একটা ছোট্ট কিউব। সেই কিউবের এক-একটিদিকে একটি নির্দিষ্ট রং আনতে হবে। বাচ্চা থেকে বুড়ো সবাই মজে যায় সেই রং মিলান্তির খেলায়। রুবিকস কিউব। ১৯৭৪ সালে প্রথম আবিষ্কার হয় এই কিউব। এখনও পর্যন্ত সবচেয়ে মজাদার ও বেস্ট সেলিং পাজল গেম।
![বাপরে! এত্ত বড় রুবিকস কিউব (দেখুন ভিডিও) বাপরে! এত্ত বড় রুবিকস কিউব (দেখুন ভিডিও)](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2017/04/16/83364-cuuuuuuubbee.jpg)
ওয়েব ডেস্ক : নানা রঙের চৌকো চৌকো খোপ কাটা একটা ছোট্ট কিউব। সেই কিউবের এক-একটিদিকে একটি নির্দিষ্ট রং আনতে হবে। বাচ্চা থেকে বুড়ো সবাই মজে যায় সেই রং মিলান্তির খেলায়। রুবিকস কিউব। ১৯৭৪ সালে প্রথম আবিষ্কার হয় এই কিউব। এখনও পর্যন্ত সবচেয়ে মজাদার ও বেস্ট সেলিং পাজল গেম।
সম্প্রতি মিশিগান ইউনিভার্সিটির নর্থ ক্যাম্পাসে ইনস্টল করা হয়েছে একটি দৈত্যাকার কিউবকে। সম্ভবত এটাই বিশ্বের সবচেয়ে বড় রুবিক্স কিউব। মিশিগান ইউনিভার্সিটির পড়ুয়ারা তৈরি করেছেন এই জায়ান্ট কিউব।
রুবিকস কিউবের ধাঁধা সমাধানের একমাত্র 'কি' হচ্ছে ঠিকঠাক প্যাটার্নটা বুঝে নেওয়া। যার জন্য রয়েছে অ্যালগোরিদম। এখন এই বিশাল বড় কিউবটিকে যাতে ঠিকঠাক চালনা করা যায়, সেজন্য পড়ুয়ারা তৈরি করেছেন একটি মেকানিজম। যাতে কিউবের সাইডগুলিকে নাড়াচাড়া করতে সুবিধা হয়। দেখুন-