পায়ের আঙুলই নাকি বলে দেয় ভাগ্য!

মানুষের নিজেকে নিয়ে কৌতূহলের কোনও শেষ নেই৷ সবসময় অন্যের চোখে নিজেকে সেরা প্রমাণ করতে, নিজের খুঁতগুলোকে ঢেকে রাখতে ব্যস্ত৷ এই যেমন, আমাদের পায়ের আঙুল৷ জানেন কী? পায়ের আঙুল কীভাবে আমাদের 'ভাগ্যরেখার' সঙ্গে যুক্ত?

Updated By: Jun 19, 2016, 02:44 PM IST
পায়ের আঙুলই নাকি বলে দেয় ভাগ্য!

ওয়েব ডেস্ক: মানুষের নিজেকে নিয়ে কৌতূহলের কোনও শেষ নেই৷ সবসময় অন্যের চোখে নিজেকে সেরা প্রমাণ করতে, নিজের খুঁতগুলোকে ঢেকে রাখতে ব্যস্ত৷ এই যেমন, আমাদের পায়ের আঙুল৷ জানেন কী? পায়ের আঙুল কীভাবে আমাদের 'ভাগ্যরেখার' সঙ্গে যুক্ত?

বুড়ো আঙুল- পায়ের বুড়ো আঙুলটা যদি অন্য আঙুলের থেকে একলাইনে না থেকে একটু বড় হয়, তাহলে কিন্তু আপনি ভাগ্যবান৷ আপনি সৃষ্টিশীল, বুদ্ধিমান ও গভীরভাবে চিন্তাভাবনা করেন৷ যেকোনও সমস্যাকে নানাদিক থেকে দেখে সমাধান করতে পারেন৷ আর বুড়ো আঙুল যদি একটু ছোট হয় তাহলে আপনি কিন্তু মাল্টি-টাস্কার৷

দ্বিতীয় আঙুল- ডান পায়ের বুড়ো আঙুলের পরের আঙুলটি বুঝিয়ে দেয় আপনি জীবন থেকে কী চাইছেন৷ যদি সেটি বাকি সবগুলি আঙুলের থেকে বড় হয়, তাহলে বুঝতে হবে আপনি জীবনে যা চাইছেন তা পেয়েছেন বা পেতে চলেছেন৷ আপনার মধ্যে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রয়েছে বলে প্রমান করে৷ এখন তৃতীয় আঙুলটির সঙ্গে গ্যাপ যদি বেশি হয়, তাহলে আপনি খুবই আবেগপ্রবণ৷

তৃতীয় আঙুল- তৃতীয় আঙুলটি সবচেয়ে বড় হলে আপনি এনার্জিতে ভরপুর৷ যে কোনও কাজে আপনার উত্সাহের কোনও শেষ নেই৷ সবসময় নিখুঁত কাজ করা আপনার পছন্দের৷ অর্থাত্ মিস্টার পার্ফেকশনিস্ট যাকে বলে৷ আর আঙুলটি একটু ছোট মানে, আপনি প্রতি মুহূর্তে জীবনকে উপভোগ করে বাঁচেন৷

চতুর্থ আঙুল- হাতের অনামিকা আর পায়ের চতুর্থ আঙুল, দুয়ের যেন একই ভূমিকা৷ বুঝিয়ে দেবে আপনার জীবনে সম্পর্কের ভূমিকা ঠিক কতখানি৷ এই আঙুলটি অন্যদের থেকে বড় হওয়া মানে আপনার কাছে পরিবার সবার আগে৷ আঙুলটি একটু গুটিয়ে এলে, বুঝতে হবে সম্পর্কে কোথাও সমস্যা তৈরি হচ্ছে বা হবে৷

কড়ে আঙুল- কড়ে আঙুলটি যদি এখনও বেশ লম্বা থেকে থাকে, তাহলে বুঝতে হবে আপনার মধ্যে এখনও শিশুসুলভ হাবভাব লুকিয়ে আছে৷ আপনি খুব অস্থির প্রকৃতির৷ খুব তাড়াতাড়ি কোনও কিছুতে বিরক্ত হয়ে যান৷

.