ক্যালেন্ডারে মে মাসের যমজ মাস কোনটা?
ক্যালেন্ডার যে বছরে বারোটা মাস, এ আর নতুন কথা কি? আপনি তো জানেনই। কিন্তু যেটা হয়ত জানেন না সেটা জানাব এবার-
ওয়েব ডেস্ক: ক্যালেন্ডার যে বছরে বারোটা মাস, এ আর নতুন কথা কি? আপনি তো জানেনই। কিন্তু যেটা হয়ত জানেন না সেটা জানাব এবার-
অনেক সময়েই বেড়াতে যাওয়ার জন্য বা অন্য কোনও দরকারে আগে থেকে 'ছুটি প্ল্যান' করতে হয়, না হলে ছুটি পেতে সমস্যা হয়। কিন্তু আপনার ছুটিটা হয়ত দরকার আগামী বছর জানুয়ারি মাসে। অথচ আপনার হাতের কাছে আগামী বছরের ক্যালেন্ডার নেই বা আপনি এমন অবস্থায় যেখানে ইন্টারনেটও ব্যবহার করতে পারছেন না যে ক্যালেন্ডারটা দেখে নেবেন। সেক্ষেত্রে ছোট্ট একটা 'ফান্ডা' আছে।
'ফান্ডা'টা হল- বর্তমান বছরে মে মাসে তারিখ এবং বারগুলি যে সামঞ্জস্যে রয়েছে আগামী বছর জানুয়ারি মাসের ক্ষেত্রেও তারিখ আর বারগুলো ওই একই ক্রমে থাকবে।
মানে, ধরা যাক, মে'২০১৬ সালে ১ তারিখ ছিল রবিবার, আর জানুয়ারি'২০১৭ তেও ১ তারিখটা সেই রবিবারই হবে। শুধু ১ তারিখ নয়, মাসের ৩১টা দিনের ক্ষেত্রেই এটা ঠিক। কি! বুঝতে পারলেন তো ব্যাপারটা? যান এবার চটপট আগামী ১০ বছেরের ক্যালেন্ডার খুলে মিলিয়ে নিন।
তাহলে এবার বুঝতে পারছেন তো, মে মাসের যমজ মাস কোনটা?