ভারতে আসছে বিশ্বের বৃহত্তম বার্গার চেন ওয়েন্ডি'স বার্গার
এবার ভারতে বসেই খেতে পারবেন ওয়েন্ডি'স বার্গার। সিয়েরা নেভাদা রেস্তোরাঁর সঙ্গে বিশ্বের তৃতীয় বৃহত্তম বার্গার চেন ওয়েন্ডি'স বার্গার।
বিশ্বের বৃহত্তম বার্গার চেন ম্যাকডোনাল্ডস, দ্বিতীয় বার্গার কিং ও এই তালিকায় তৃতীয় নাম ওয়েন্ডি'স বার্গার। প্রথম দুটো মার্কিন সংস্থা হলেও ওয়েন্ডি'স বার্গারের হেডকোয়ার্টার ডাবলিন ওহিয়োতে। হরিয়ানার সংস্থা রোলানটেনারস লিমিটেডের তরফে জানানো হয়েছে, সিয়েরা নেভাদার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে ওয়েন্ডি'স বার্গার। সিয়েরা নেভাদায় ৫০ শতাংশ শেয়ার রয়েছে রোলানটেনারসের।
এখনও পর্যন্ত ভারতে আসার সঠিক সময় জানা না গেলেও শোনা যাচ্ছে আগামী বছরের এপ্রিল থেকে জুন মাসের মধ্যে ভারতে আসতে চলেছে ওয়েন্ডি'স বার্গার। রোলানটেনারস ও ইন্টারন্যাশনাল মার্কেট ম্যানেজমেন্ট লিমিটেডের ৫০:৫০ শেয়ার প্রকল্প সিয়েরা নেভাদা রেস্তোরাঁ।