চড় মারা থেকে জোঁক, ত্বকের জেল্লা ফেরাতে এদের কার্যকারিতা অনেক

ত্বক ভালো রাখতে সকলেই চান। ত্বককে তারুণ্যে ভরিয়ে তুলতে এবং দাগ ছোপ মুক্ত রাখতে সকলেই খরচ করেন অনেক টাকা। রীতিমত পার্লারে ট্রিটমেন্টও করান অনেকেই। ফেসিয়াল সাধারণত কোনও ব্রান্ডেড কোম্পানির ডিব্বা বন্দি জিনিস দিয়েই করে থাকেন। কিন্তু কখনও কোনও প্রাকৃতিক জিনিস দিয়ে পার্লারে ফেসিয়াল করতে দেখেছেন? যেগুলির নাম শুনলে তো গা ঘিন ঘিন করবে কিন্তু আদতে এই ফেসিয়াল কাজ দেবে অনেক। তাহলে এবার দেখে নিন এমন ৫ ধরনের প্রাকৃতিক ফেসিয়াল...

Updated By: Dec 9, 2015, 04:30 PM IST
চড় মারা থেকে জোঁক, ত্বকের জেল্লা ফেরাতে এদের কার্যকারিতা অনেক

ওয়েব ডেস্ক: ত্বক ভালো রাখতে সকলেই চান। ত্বককে তারুণ্যে ভরিয়ে তুলতে এবং দাগ ছোপ মুক্ত রাখতে সকলেই খরচ করেন অনেক টাকা। রীতিমত পার্লারে ট্রিটমেন্টও করান অনেকেই। ফেসিয়াল সাধারণত কোনও ব্রান্ডেড কোম্পানির ডিব্বা বন্দি জিনিস দিয়েই করে থাকেন। কিন্তু কখনও কোনও প্রাকৃতিক জিনিস দিয়ে পার্লারে ফেসিয়াল করতে দেখেছেন? যেগুলির নাম শুনলে তো গা ঘিন ঘিন করবে কিন্তু আদতে এই ফেসিয়াল কাজ দেবে অনেক। তাহলে এবার দেখে নিন এমন ৫ ধরনের প্রাকৃতিক ফেসিয়াল...

১. ফেস স্ল্যাপিং        
স্ল্যাপিং অর্থাৎ চড় মারা। অনেকে বিভিন্ন বিউটি সেলুনে যান চড় খেতে! অদ্ভুত শোনালেও ত্বকের সৌন্দর্য রক্ষায় এই কাজটি অনেকেই করে থাকেন। বিউটি সেলুনে রীতিমতো ১০-১৫ মিনিটের এক একটি ফেস স্ল্যাপিং সেশন থাকে। যেখানে আপনার গালে চড় মারা,  চিমটি কাটা হয়ে থাকে। এর ফলে বলিরেখা দূর হয় এবং মুখের উন্মুক্ত রোমকুপের সমস্যাও দূর হয়ে থাকে।

২. শামুক ফেসিয়াল
ত্বক চর্চার নানা পদ্ধতির মধ্যে এটিও এখন নাকি বেশ জনপ্রিয়। তিনটি শামুক ২০ মিনিট ধরে আপনার মুখের উপর বসিয়ে দেওয়া হয়। শামুকের শ্লেষ্মা ত্বকের হারানো উজ্জ্বলতা ফিরিয়ে নিয়ে আসে। বিশেষজ্ঞদের মতে শামুকের শ্লেষ্মায় ত্বকের উপযোগী প্রোটিন, অ্যান্টি-অক্সিডেন্ট এবং অ্যান্টিব্যাকটেরিয়া রয়েছে। যা ত্বকের বলিরেখা কমিয়ে ত্বকের তারুণ্যদীপ্ত উজ্জ্বলতা ধরে রাখে। এই ফেসিয়াল আপনার ত্বকের বয়স কমিয়ে থাকে অনেকখানি।

৩. মৌমাছির বিষের ফেসিয়াল
মৌমাছির বিষ দিয়ে করা হয়ে থাকে ফেসিয়াল। চিনে এই ফেসিয়ালের জনপ্রিয়তা খুব। মুখের ত্বক টান-টান করতে এবং যৌবন ধরে রাখতে করা যেতে পারে এই ফেসিয়াল।

৪. পাখির পটি দিয়ে ফেসিয়াল
পাখির পটি দিয়ে করা ফেসিয়াল ত্বকের ক্ষেত্রে খুবই উপকারি। এই ফেসিয়ালটি খুবই জনপ্রিয় জাপানে। তারপর এটি জনপ্রিয়তা লাভ করে নিউ ইয়র্কেও। পাখির পটি দিয়ে ফেসিয়াল করার ফলে মুখের যাবতীয় ডেড স্কিন সেলস পরিষ্কার হয়ে যায়। যার জন্য উজ্জ্বল দেখতে লাগে মুখ। এই ফেসিয়াল পদ্ধতির বড় ভক্ত হলেন জনপ্রিয় ফুটবল তারকা ডেভিড বেকহ্যামের স্ত্রী ভিক্টোরিয়া বেকহ্যাম। মাসে দুবার এই ফেসিয়াল করার পরেই বুঝতে পারবেন তফাৎ।

৫. জোঁকের ফেসিয়াল
এমনিতে জোঁকের কথা ভাবলেই যেন ভয় করে। কিন্তু জোঁক রক্ত টেনে নিয়েও অনেকভাবে সাহায্য করে আমাদের ত্বকের। প্রায় ২ ঘণ্টা ধরে কয়েকটি জোঁককে ছেড়ে দেওয়া হয় মুখের ওপরে। তারা মুখের থেকে রক্তের মাধ্যমে এনজাইম বাইরে বের করে দেয়। যার ফলে ত্বকে রক্ত চলাচল ঠিক মত হয় এবং ত্বক উজ্জ্বল থাকে ব্রণর সমস্যাও কমে যায়।

৬. ব্লাড ফেসিয়াল

শুনতে কিছুটা অবাক লাগলেও ব্লাড ফেসিয়াল খুবই জনপ্রিয়। আপনার নিজের শরীর থেকে সিরিঞ্জে করে রক্ত নিয়ে মুখে লাগিয়ে দেওয়া হয়। এইভাবেই কিছুক্ষণ রাখার পর ধুয়ে ফেলা হয়। সতেজ এবং উজ্জ্বল ত্বক পেতে করেই নিতে পারেন এই ফেসিয়াল। এই ফেসিয়ালের সবথেকে বড় ভক্ত হলেন হলিউড অভিনেত্রী কিম কার্ডাশিয়ান।

 

.