এ বার ৫৩৭৫ জিবি ডাউনলোড মাত্র ১ সেকেন্ডে!
ইন্টারনেট গতিতে নতুন বিপ্লব আসতে চলেছে। আমার আপনার বাড়ি কিংবা অফিসে বাড়ির নেট যতই শামুকের গতিতে চলুক, ইন্টারনেট বিশ্বের 'নেট ফর স্পিড'-এর চাহিদা কিন্তু বেড়েই চলেছে। সেই চাহিদার কথা মাথায় রেখে এক ড্যানিশ সংস্থা তাক লাগিয়ে দিল। ডিনামাইটের দেশের মাধ্যমে বিশ্ব পেতে চলেছে দ্রুততম নেটওয়ার্ক।
ওয়েব ডেস্ক: ইন্টারনেট গতিতে নতুন বিপ্লব আসতে চলেছে। আমার আপনার বাড়ি কিংবা অফিসে বাড়ির নেট যতই শামুকের গতিতে চলুক, ইন্টারনেট বিশ্বের 'নেট ফর স্পিড'-এর চাহিদা কিন্তু বেড়েই চলেছে। সেই চাহিদার কথা মাথায় রেখে এক ড্যানিশ সংস্থা তাক লাগিয়ে দিল। ডিনামাইটের দেশের মাধ্যমে বিশ্ব পেতে চলেছে দ্রুততম নেটওয়ার্ক।
যার মাধ্যমে অবিশ্বাস্য গতিতে ৫৩২৫ জিবি বা ৪৩ টেরাবাইটস টেক্সট,ছবি, বা ভিডিও ডাউনলোড করে ফেলা যাবে। ডেনমার্কের টেকনিকল্যাল ইউনিভার্সিটি (ডিটিইউ) এক নতুন ধরনের অপটিক্যাল ফাইবারের মাধ্যমে এই অবিশ্বাস্য গতিতে ইন্টারনেট 'ডাটা ট্রান্সফার'করতে সক্ষম হয়েছে। নভেম্বর থেকে ডেনমার্কের বিশেষ কয়েকটি অঞ্চলে পরীক্ষামূলকভাবে এই পরিষেবা চালু করা হবে।