কাশ্মীরে তুষারধসে মৃত ১ জওয়ান

সীমান্তে কাশ্মীর উরত্যকায় তুষারধসে মৃত্যু হল ১ সেনা জওয়ানের। দুর্ঘটনাটি ঘটেছে গাণ্ডেরবাল জেলার সোনমার্গে। নিখোঁজ আরও ৮ জওয়ান। অন্যদিকে, শ্রীনগরের গুরেজ এলাকায় তুষারধসে মৃত্যু হয়েছে ৪ সাধারণ নাগরিকের। এই মরশুমে অত্যাধিক তুষার পাতে অবস্থা আগে থেকেই খারাপ ছিল।

Updated By: Jan 25, 2017, 05:43 PM IST
কাশ্মীরে তুষারধসে মৃত ১ জওয়ান

ওয়েব ডেস্ক: সীমান্তে কাশ্মীর উরত্যকায় তুষারধসে মৃত্যু হল ১ সেনা জওয়ানের। দুর্ঘটনাটি ঘটেছে গাণ্ডেরবাল জেলার সোনমার্গে। নিখোঁজ আরও ৮ জওয়ান। অন্যদিকে, শ্রীনগরের গুরেজ এলাকায় তুষারধসে মৃত্যু হয়েছে ৪ সাধারণ নাগরিকের। এই মরশুমে অত্যাধিক তুষার পাতে অবস্থা আগে থেকেই খারাপ ছিল।

আরও পড়ুন- পদ্মশ্রী জলপাইগুড়ির করিমুল হক

এদিকে, গতকাল গান্ডেরবাল জেলায় খিমবার্স হাদুরা এলাকায় নিরাপত্তারক্ষীদের সঙ্গে জঙ্গিদের গুলির লড়াই চলে। সংঘর্ষের ফলে সকালেই এলাকা খালি করে দেয় সেনাবাহিনী। গুলির লড়াইয়ে খতম হয়েছে ২ জঙ্গি। উদ্ধার হয়েছে ২টি AK সিরিজের রাইফেল।  অন্যদিকে, রাজৌরি সেক্টরের নিরাপত্তা রেখায় আজ ফের অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করেছে সেনা। রাজৌরিতে এক অনুপ্রবেশকারীকে খতম করল নিরাপত্তারক্ষীরা।

আরও পড়ুন- 'কন্যার চেয়ে ব্যালটের ইজ্জত বেশি'

.