১৭ বছরের কিশোরকে বিয়ে করে জেল ২২ বছরের যুবতীর, অভিযোগ যৌন হেনস্থার
আদালত বাদি-বিবাদি দুই পক্ষেরই কথা শুনেছে, এবং শীঘ্রই এই মামলায় রায় ঘোষণা করবে বলেই জানা যাচ্ছে।
![১৭ বছরের কিশোরকে বিয়ে করে জেল ২২ বছরের যুবতীর, অভিযোগ যৌন হেনস্থার ১৭ বছরের কিশোরকে বিয়ে করে জেল ২২ বছরের যুবতীর, অভিযোগ যৌন হেনস্থার](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2018/11/30/158959-biye.jpg)
নিজস্ব প্রতিবেদন: প্রেম করে বিয়ে, পরিণতি মর্মান্তিক! ১৭ বছরের কিশোরকে বিয়ে করে জেল হল ২২ বছরের যুবতীর। অভিযুক্ত এখন মুম্বইয়ের বায়কুল্লা জেলে তাঁর পাঁচ মাসের সন্তানকে নিয়ে কারাবন্দি। আদালতের কাছে জামিনের আবেদন করলেও এখনও পর্যন্ত ওই যুবতীর জামিন মঞ্জুর হয়নি।
আরও পড়ুন- এমএমএসে নগ্ন মহিলা তিনি নন, সন্তানদের প্রমাণে আড়াই বছরের লড়াই শেষে জয়ী মা
চলতি মাসের শুরুতেই ওই যুবতীকে গ্রেফতার করা হয়েছে বলে ইন্ডিয়া টুডে-র খবর। জানা গিয়েছে ওই কিশোরের মা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন এবং বলেন তাঁর ছেলের উপর যৌন নির্যাতন চালানো হয়েছে। আরও অভিযোগ, কিশোরককে নিজের সঙ্গে রাখার জন্য চাপ দেন যুবতী। কিশোরের সঙ্গে না থাকতে পারলে নিজেকে শেষ করে দেবেন বলেও হুমকি দিয়েছেন বলে দাবি কিশোরের মায়ের। এরপরই না কি কিশোর বাড়ি ছেড়ে চলে যায়।
আরও পড়ুন- দুবাই থেকে মুম্বই, সমুদ্রের নীচ দিয়ে ২০০০ কিলোমিটার পথ জুড়ে যাবে রেলে
এরপরই কুরলা থানার পুলিস অভিযুক্ত যুবতীর বিরুদ্ধে পক্সো আইনে মামলা রুজু করে। একই সঙ্গে চাইন্ড ম্যারেজ অ্যাক্ট অনুযায়ীই মামলা করা হয়। ভারতীয় চাইন্ড ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী একজন পুরুষ ২১ বছর না হওয়া পর্যন্ত আইনত বিয়ে করতে পারবেন না। মহিলাদের ক্ষেত্রে বয়স হতে হব ন্যূনতম ১৮ বছর।
আরও পড়ুন- ধর্মীয় ভাবাবেগে আঘাত করার অভিযোগে গ্রেফতার হয়েছিলেন রেহানা, এ বার চাকরি থেকে বরখাস্ত করল বিএসএনএল
আদালত বাদি-বিবাদি দুই পক্ষেরই কথা শুনেছে, এবং শীঘ্রই এই মামলায় রায় ঘোষণা করবে বলেই জানা যাচ্ছে।