চরম পরিস্থিতি দিল্লিতে, দেখা গিয়েছে অক্সিজেন সংকট : অরবিন্দ কেজরিওয়াল
পাশাপাশি, ঘাটতি পড়েছে রেমডেসিভির এর যোগানে।
নিজস্ব প্রতিবেদন: চরম অবস্থা দিল্লিতে। হু হু করে বাড়ছে করোনা। ভয়ে তটস্থ রাজধানী দিল্লি। পরিসংখ্যান বলছে ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২৪০০০। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জানিয়েছেন, হঠাৎ করে করোনার সংক্রমণ এত তীব্র গতিতে বেড়েছে যার ফলে অক্সিজেন সংকট দেখা দিয়েছে। পাশাপাশি, ঘাটতি পড়েছে রেমডেসিভির এর যোগানে।
২৪ ঘন্টায় ২৪ হাজার নতুন করে করোনা আক্রান্ত নয়াদিল্লিতে । এই পরিসংখ্যান দেখে কপালে ভাংজ পড়েছে দিল্লির মুখ্যমন্ত্রীর। শনিবার এই পরিসংখ্যান দিয়ে দিল্লিবাসীকে সর্তক করেছেন তিনি। করোনায় সক্রিয় আক্রান্তের সংখ্যা এতটাই বেড়ে গিয়েছে যে হাসপাতালের বেডে সংখ্যাও কম পড়ছে।
মুখ্যমন্ত্রীর কথায়, '' পরিস্থিতি অত্যন্ত দুশ্চিন্তার। ক্রমেই বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা । পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। যে হারে করোনা সংক্রমণ বেড়ে চলেছে তাতে সামাল দেওয়া কঠিন হয়ে পড়ছে। ''