সোশ্যাল মিডিয়ায় বিতর্কিত পোস্ট, পুলিসের গুলিতে নিহত ৩, আহত ৬০ পুলিসও, জারি ১৪৪ ধারা

ডিজে হাল্লি ও কেজি হাল্লি অঞ্চলে কারফিউ জারি করা হয়েছে। পুলিসের গুলিতে ৩ জন মারা গিয়েছেন বলে খবর। সংঘর্ষ থামাতে গেলে অতিরিক্ত কমিশনার সহ ৬০ জন পুলিসকর্মী আহত হয়েছেন।  

Updated By: Aug 12, 2020, 09:16 AM IST
সোশ্যাল মিডিয়ায় বিতর্কিত পোস্ট, পুলিসের গুলিতে নিহত ৩, আহত ৬০ পুলিসও, জারি ১৪৪ ধারা
নিজস্ব চিত্র

নিজস্ব প্রতিবেদন: সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট ঘিরে রণক্ষেত্র বেঙ্গালুরু। সংঘর্ষে এখনও পর্যন্ত ৩ ব্যক্তির মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। আহত হয়েছেন প্রায় ৬০ পুলিসকর্মী। ঘটনায় এখনও পর্যন্ত গ্রেফতার ১১০।

সংঘর্ষের সূত্রপাত কংগ্রেস বিধায়ক শ্রীনিবাস মূর্তির ভাগ্নের একটি সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে। গতকাল ফেসবুকে একটি 'বিতর্কিত' পোস্ট করেন নেতার ভাগ্নে। তারপরই পরিস্থিতি উত্তেজিত হয়ে পড়ে। রাতে মূর্তির বাসভবনের সামনে বিক্ষোভ শুরু হয়। বাড়ি লক্ষ্য করে চলে পাথরবৃষ্টি। ২-৩টি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। এরপর, ডিজে হাল্লি থানায় গিয়ে ভাঙচুর চালায় হামলাকারীরা।

ডিজে হাল্লি ও কেজি হাল্লি অঞ্চলে কারফিউ জারি করা হয়েছে। পুলিসের গুলিতে ৩ জন মারা গিয়েছেন বলে খবর। সংঘর্ষ থামাতে গেলে অতিরিক্ত কমিশনার সহ ৬০ জন পুলিসকর্মী আহত হয়েছেন।

আরও পড়ুন: দেশের ১৩ রাজ্যকে রাজস্ব ঘাটতি পূরণে ৬,১৫৭ কোটি অনুদান কেন্দ্রের, বাংলার ভাগে ৪১৭ কোটি

কর্ণাটকের স্বরাষ্ট্রমন্ত্রী বাসবরাজ বোমাই বলেন, ঘটনার তদন্ত করা হবে। হিংসা ও ভাঙচুর বরদাস্ত করা হবে না।

.