Covid 19: বাড়ছে চতুর্থ ঢেউয়ের আশঙ্কা; দেশে একদিনে আক্রান্ত ৩১৫৭, মৃত ২৬
গত ২৪ ঘন্টায় দেশে মোট ২,৯৫,৫৮৮ টি কোভিড -১৯ স্যাম্পেল পরীক্ষা করা হয়েছে
নিজস্ব প্রতিবেদন: সোমবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘন্টায় ৩,১৫৭ টি নতুন কোভিড -১৯ সংক্রমণের ঘটনা রিপোর্ট করা হয়েছে। ভারতের মোট সংক্রমণ বেড়ে ৪,৩০,৭৯,১৮৮ হয়েছে। সক্রিয় কেসলোড বেড়ে ১৯,৫০০ হয়েছে।
ভারতে আজ ২৬ জনের মৃত্যু হয়েছে। মোট মৃতের সংখ্যা হয়েছে ৫,২৩,৮৬৯ । দেশে একদিনে ২,৭২৩ জন আরোগ্যলাভ করেছে বলেও জানা গেছে।
India records 3,157 new COVID19 cases today; Active caseload at 19,500 pic.twitter.com/CWfFIq2KJY
— ANI (@ANI) May 2, 2022
এই রোগ থেকে আরোগ্যলাভ করা লোকের সংখ্যা বেড়ে হয়েছে ৪,২৫,৩৮,৯৭৬। দেশে মৃত্যুর হার ১.২২ শতাংশ বলে জানা গেছে।
২৪ ঘন্টার ব্যবধানে সক্রিয় কোভিড -১৯ কেসলোডে ৪০৮ টি সংক্রমণ বৃদ্ধি পেয়েছে বলে জানা গেছে। মন্ত্রক আরও জানিয়েছে যে সক্রিয় সংক্রমণ মোট সংক্রমণের ০.০৫ শতাংশ। কোভিড -১৯ থেকে আরোগ্যলাভের জাতীয় হার ৯৮.৭৪ শতাংশ বলে জানানো হয়েছে।
দৈনিক সংক্রমণের হার ১.০৭ শতাংশ এবং সাপ্তাহিক সংক্রমণের হার ০.৭০ শতাংশ বলে জানা গেছে।
সোমবার সকাল পর্যন্ত দেশব্যাপী কোভিড-১৯ টিকাদান অভিযানের অধীনে ১৮৯.২৩ কোটির বেশি মানুষকে টিকা দেওয়া হয়েছে।
গত ২৪ ঘন্টায় দেশে মোট ২,৯৫,৫৮৮ টি কোভিড -১৯ স্যাম্পেল পরীক্ষা করা হয়েছে।