ফের মুম্বইয়ে বহুতলে আগুন, বদ্ধ ঘরে ঝলসে মৃত্যু ৪ জনের
বৃহস্পতিবার রাত দেড়টা নাগাদ আগুন লাগে। তবে সকালে দমকলের ৬ টি ইঞ্জিন আধঘণ্টার চেষ্টায় আগুন আয়ত্তে আনে। আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তিনতলায় কাপাসি পরিবারের ৪ জন ছিলেন, চারতলায় ছিলেন কোঠারি পরিবারের ৭ জন।
ওয়েবডেস্ক: ১ সপ্তাহও কাটল না। রেস্তোঁরায় আগুন লাগার পর মুম্বইয়ের মরোল এলাকার মৈমুল বহুতলের তিনতলায় ফের অগ্নিকাণ্ড। এখন পর্যন্ত ৪ জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। বেশ কয়েকজনের অবস্থা গুরুতর। আহতদের কুপার ও মুকুন্দ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন: এশিয়ার দীর্ঘতম দ্বিমুখী সুড়ঙ্গপথ নির্মাণে অনুমোদন কেন্দ্রের
বৃহস্পতিবার রাত দেড়টা নাগাদ আগুন লাগে। তবে সকালে দমকলের ৬ টি ইঞ্জিন আধঘণ্টার চেষ্টায় আগুন আয়ত্তে আনে। আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তিনতলায় কাপাসি পরিবারের ৪ জন ছিলেন, চারতলায় ছিলেন কোঠারি পরিবারের ৭ জন।
আরও পড়ুন: ইজরায়েলের কাছ থেকে যুদ্ধাস্ত্র কেনার চুক্তি বাতিল করল ভারত
আগুন লাগার পরই তাঁরা ওই বাড়ি থেকে বেরোনোর জন্য আর্তচিত্কার করতে থাকেন। কিন্তু গভীর রাতে তাঁদের কেউই উদ্ধার করতে আসেননি। দমকলের ইঞ্জিনও দেরিতে এসে পৌঁছয় বলে অভিযোগ। বদ্ধ ঘরে অগ্নিদগ্ধ হয়েই মৃত্যু হয়েছে ৪ জনের।
Mumbai: Fire broke out at Maimoon building in Marol in late night hours, 7 injured. Situation now under control pic.twitter.com/JfpYMJhoPK
— ANI (@ANI) January 4, 2018