Brutal Road Accident: ভয়াবহ পথদুর্ঘটনা! মুখোমুখি অযোধ্যাগামী বাস-টেম্পোর, সংঘর্ষে মৃত ৪, আহত ৬...
Uttar Pradesh Accident: সেখানে বাসটি ঠিক করা হচ্ছিল। সেই সময় অযোধ্যা থেকে একটি যাত্রীবাহী ট্র্যাভেলার আসছিল। দুর্ঘটনার তীব্রতা এতটাই ছিল। ঘটনাস্থলেই মৃত্যু হয় তিনজন যাত্রীর।
![Brutal Road Accident: ভয়াবহ পথদুর্ঘটনা! মুখোমুখি অযোধ্যাগামী বাস-টেম্পোর, সংঘর্ষে মৃত ৪, আহত ৬... Brutal Road Accident: ভয়াবহ পথদুর্ঘটনা! মুখোমুখি অযোধ্যাগামী বাস-টেম্পোর, সংঘর্ষে মৃত ৪, আহত ৬...](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2025/02/16/521877-accident.png)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রবিবার সকালে ঘটে গেল ভয়াবহ পথ দুর্ঘটনা। প্রাণ গেল জলজ্যান্ত চারজনের ঘটনায় আহত হয়েছেন ছয়জন। জানা গিয়েছে, বাস-টেম্পোর সংঘর্ষে এই ঘটনা ঘটেছে। পুলিসের মতে, একটি বাস যেটি অযোধ্যা থেকে ছত্তিশগড়ের দিকে যাচ্ছিল।
আরও পড়ুন: কর্মক্ষেত্রে সিনিয়রদের তিরস্কার চাকরিরই অঙ্গ, অপরাধ নয়: সুপ্রিম কোর্ট
যাওয়ার আগেই মাঝরাস্তায় খারাপ হয়ে দাঁড়িয়ে ছিল বাসটি। সেখানে বাসটি ঠিক করা হচ্ছিল। সেই সময় অযোধ্যা থেকে একটি যাত্রীবাহী ট্র্যাভেলার আসছিল। সেই সময় গতিবেগ সামলাতে না পেরে নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে দাঁড়িয়ে থাকা বাসটিতে ধাক্কা মারে।
পুলিস সুপার দীনেশ কুমার সিংহ তিনি জানান, 'দুর্ঘটনার তীব্রতা এতটাই ছিল। ঘটনাস্থলেই মৃত্যু হয় তিনজন যাত্রীর। এবং আরও একজনকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যেতে যেতেই মৃত্যু হয়।'
আরও পড়ুন: নয়াদিল্লিতে পদপিষ্টের ঘটনায় নিহত ১৮, কীভাবে এমন মর্মান্তিক ঘটনা, জেনে নিন ৫ কারণ
ঘটনাস্থলে স্থানীয়রা পৌঁছায়ই, উদ্ধার করে নিয়ে যাওয়া হয় বাকিদের। ব্যবস্থা করে দেওয়া হয় অন্য গাড়ির। বাকি আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করানো হয়।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)