PM Cares Fund ব্যবহার করে খুব দ্রুত তৈরি হবে অক্সিজেন প্রস্তুতকারক প্ল্যান্ট
প্রধানমন্ত্রী জানিয়েছেন, ৫৫১ টি প্ল্যান্ট যে পরিমাণ অক্সিজেন প্রস্তুত করবে তাতে জেলা স্তরের মানুষও উপকৃত হবে।
নিজস্ব প্রতিবেদন: করোনা পরিস্থিতি খুবই খারাপ। এই মুহূর্তে কাজে লাগাতে হবে প্রধানমন্ত্রীর কেয়ার তহবিল। Pm Cares Fund-র টাকায় এই মুহূর্তে ৫৫১ টি অক্সিজেন জেনারেশন প্ল্যান্ট তৈরি করা হবে বলে জানানো হয়েছে।
প্রধানমন্ত্রীর দফতর থেকে রবিবার জানানো হয়, Pm Care Fund ব্যবহারের অনুমতি মিলেছে। তা দিয়ে তৈরি হবে ৫৫১ টি অক্সিজেন প্রস্তুতকারক সংস্থা। যত দ্রুত সম্ভব তৈরি করা যায় সেই নিয়েই ইতিমধ্যে আলোচনা শুরু হয়েছে।
প্রধানমন্ত্রী জানিয়েছেন, ৫৫১ টি প্ল্যান্ট যে পরিমাণ অক্সিজেন প্রস্তুত করবে তাতে জেলা স্তরের মানুষও উপকৃত হবে।
কোথায় কোথায় তৈরি হবে এই অক্সিজেন প্রস্তুতকারক প্ল্যান্ট?
জানা গিয়েছে,সরকারি হাসপাতাল, বেসরকারী হাসপাতাল সংলগ্ন এলাকায় ও কেন্দ্রশাসিত অঞ্চল, রাজ্য বিভিন্ন জেলায়, তৈরি করা হবে Pressure Swing Adsorption medical oxygen generation plants। হাসপাতালের নিকটবর্তী স্থানেই করা হবে বলে জানা যাচ্ছে।
বছরের শুরুতেই ২০১.৫৮ কোটি টাকা ১৬২ অক্সিজেনের প্ল্যান্ট প্রস্তুত করার জন্য বরাদ্দ করা হয়েছিল। অক্সিজেন প্ল্যান্ট তৈরি হলে আগামী দিনে ভারতে অক্সিজেনের অভাবে মৃত্যু হবে না কোভিড আক্রান্ত মুমূর্ষ রোগীর।
প্রসঙ্গত, গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়েছে প্রায় সাড়ে তিন লাখ। যার মধ্যে মৃত্যুর সংখ্যা প্রায় ৩০০০ ছুঁই ছুঁই। যাদের মধ্যে অনেকেরেই অক্সিজেনের অভাবে মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে।