কাগজ ছুড়ে লোকসভা থেকে বহিষ্কৃত ৬ কংগ্রেস সাংসদ
ওয়েব ডেস্ক: কাগজ ছুড়ে লোকসভার অধিবেশন থেকে পাঁচ দিনের জন্য বরখাস্ত হলেন ছয় কংগ্রেস সাংসদ। এই পাঁচ সাংসদ হলেন- অধীর রঞ্জন চৌধুরি, গৌরব গগৈ, রঞ্জিত রঞ্জন, সুস্মিতা দেব, এমকে আঘব এবং কে সুরেশ। সংবাদ সংস্থা এএনআই-এর খবর অনুসারে, জিরো আওয়ারে অধ্যক্ষের 'চেয়ার'কে অসম্মান করে সভার কাজে সমস্যা সৃষ্টি করার অভিযোগে এই ছয় সাংসদকে ৬ দিনের জন্য বরখাস্ত করেছেন সুমিত্রা মহাজন। ঘটনাটি যখন ঘটে তখন দৃশ্যতই চূড়ান্ত ক্ষিপ্ত হয়ে গিয়েছিলেন লোকসভার মাননীয়া অধ্যক্ষা।
Sad with what happened. Question Hour should never be disrupted.Had told Kharge Ji I will allow him to speak after Question Hour: LS Speaker pic.twitter.com/eF735p2fem
— ANI (@ANI_news) July 24, 2017
লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সাংসদ মল্লিকার্জুন খাড়গে 'কাগজ ছোড়া'র ঘটনাটিকে সমর্থন না করলেও এই শাস্তিকে 'অন্যায্য' বলে দাবি করেছেন। তিনি আরও বলেছেন যে, আগামী কাল এবিষয়ে তাঁরা প্রতিবাদ জানাবেন সংসদ সংলগ্ন গান্ধী মূর্তির পাদদেশে।
Not supporting this, but such harsh punishment not appropriate, will raise the issue tomorrow & protest in front of Gandhi statue: M Kharge pic.twitter.com/QF0VdEpQx7
— ANI (@ANI_news) July 24, 2017