এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনার কবলে পরিযায়ী শ্রমিকদের বাস, মৃত ৬, আহত ১৮

ভোর ৫ টা নাগাদ এই ভয়াবহ সংঘর্ষ।

Updated By: Jul 19, 2020, 01:02 PM IST
এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনার কবলে পরিযায়ী শ্রমিকদের বাস, মৃত ৬, আহত ১৮
ছবি-এএনআই

নিজস্ব প্রতিবেদন:  উত্তর প্রদেশের লখনউ- আগ্রা এক্সপ্রেসওয়ের উপর বাস ও গাড়ির মধ্যে সংঘর্ষ। যার জেরে মৃত্যু হয়েছে ৬ জনের। গুরুতর জখম হয়েছেন ১৮ জন।

স্থানীয় গ্রমবাসীদের সহায়তায় পুলিস আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করেছে। বিহারের দ্বারভাঙা থেকে পরিযায়ী শ্রমিকদের নিয়ে দিল্লি যাচ্ছিল বাসটি। তখনই ভোর ৫ টা নাগাদ এই ভয়াবহ সংঘর্ষ। পুলিস আধিকারিক অমরেন্দ্র প্রতাপ জানিয়েছেন,"বেসরকারি বাসটি দ্বারভাঙা থেকে দিল্লির দিকে যাচ্ছিল যখন অন্য একটি গাড়ির সঙ্গে সংঘর্ষ হয়। বাস ও গাড়ি দুটিই হাইওয়ে থেকে নীচে নেমে যায় দূর্ঘটনার কবলে।"

আরও পড়ুন: আগামী ৫ অগাস্ট রাম মন্দিরের 'ভূমি পুজো', অনুষ্টানে যোগ দিতে পারেন নমো

এর আগেও লকডাউনের মধ্যেই পরিযায়ী শ্রমিকরা বাড়ি ফিরতে গিয়ে বারবার দূর্ঘটনার কবলে পড়েছিলেন। কখনও ট্রাক উল্টে তো কখনও পণ্যবাহী ট্রেনের ধাক্বায় বারবার প্রাণ হারিয়েছেন পরিযায়ীরা। এর আগে মহারাষ্ট্রে মালগাড়ির তলায় চাপা পড়ে প্রাণ হারিয়েছিলেন কমপক্ষে ১৫ জন পরিযায়ী শ্রমিক। স্পেশাল ট্রেনেও বারবার প্রাণ হারানোর খবর মিলেছে।

ফের এই ঘটনা। যদিও এখনও মৃতদের পরিচয় জানতে মেলেনি। তবুও বাসে পরিযায়ী শ্রমিকরা ছিলেন, এমনটাই খবর মিলেছে।

.