গুজ্জরদের আন্দোলনে ভেঙে পড়েছে দিল্লি- মুম্বই রুটের রেল পরিষেবা
সংরক্ষণের দাবিতে গুজ্জরদের আন্দোলনে কার্যত ভেঙে পড়েছে দিল্লি থেকে মুম্বই রুটের রেল পরিষেবা। গতকাল রাত থেকে রাজস্থানের ভরতপুরে রেল অবরোধ করেছেন আন্দোলনকারীরা। এর ফলে রাজধানী এবং শতাব্দী সহ প্রায় ৭০টি ট্রেন চলাচল ব্যাহত। ইতিমধ্যেই বাতিল করা হয়েছে ১০টি ট্রেন। বাকি ট্রেনগুলি ঘুরিয়ে দেওয়া হয়েছে।
ওয়েব ডেস্ক: সংরক্ষণের দাবিতে গুজ্জরদের আন্দোলনে কার্যত ভেঙে পড়েছে দিল্লি থেকে মুম্বই রুটের রেল পরিষেবা। গতকাল রাত থেকে রাজস্থানের ভরতপুরে রেল অবরোধ করেছেন আন্দোলনকারীরা। এর ফলে রাজধানী এবং শতাব্দী সহ প্রায় ৭০টি ট্রেন চলাচল ব্যাহত। ইতিমধ্যেই বাতিল করা হয়েছে ১০টি ট্রেন। বাকি ট্রেনগুলি ঘুরিয়ে দেওয়া হয়েছে।
গতকাল সন্ধ্যায় ভরতপুরের সামোগড় জেলায় মহাপঞ্চায়েতের দাবি তোলেগুজ্জর রিজার্ভেশন ফোর্স। এরপরই প্রায় হাজারের ওপর আন্দোলনকারী রেল ট্র্যাকে বসে পড়ে। তাঁদের বক্তব্য, সংরক্ষণ নিয়ে প্রশাসনের তরফে কোনও ইতিবাচক পদক্ষেপ না নেওয়া পর্যন্ত তাঁরা এই অবরোধ চালিয়ে যাবেন। রাজস্থানের মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে জানিয়েছেন, আলোচনার জন্য দরজা খুলে রাখলেও সংরক্ষণের বিষয়টি এখন আদালতের বিচারাধীন।