Foetus inside foetus: পেটের বাচ্চার পেটেই আরেক বাচ্চা! প্রকৃতির জটিল ধাঁধার খোঁজ মহারাষ্ট্রে...

Foetus inside foetus: বাচ্চার পেটে আরও একটি বাচ্চা! এটাও কী সম্ভব? অদ্ভুতুড়ে ঘটনা ঘটল মহারাষ্ট্রে। চিন্তায় ডাক্তার এবং পরিবার কেমন আছেন মা? 

Updated By: Jan 30, 2025, 07:17 PM IST
Foetus inside foetus: পেটের বাচ্চার পেটেই আরেক বাচ্চা! প্রকৃতির জটিল ধাঁধার খোঁজ মহারাষ্ট্রে...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিরলতম বিস্ময়কর ঘটনা। আল্ট্রাসোনোগ্রাফি করতেই চক্ষু চড়কগাছে পরিবারের। মহারাষ্ট্রের বুলখানার সরকারি হাসপাতালে এক অদ্ভুত ঘটনা ঘটেছে। যেখানে দেখা যাচ্ছে, গর্ভবতী মহিলার পেটে একটি বাচ্চা। তার পেটে আরও একটি বাচ্চা। এই আবার কী কাণ্ড? 

আরও পড়ুন:  দিল্লিতে বিধানসভা ভোটে 'টাকা বিলি'! মুখ্যমন্ত্রীর বাড়িতে তল্লাশিতে কমিশন...

জানা গিয়েছে, ৩২ বছর বয়সী গর্ভবতী মহিলাটি সরকারি মহিলাদের হাসপাতালে যান। সেখানে সরকারি ডাক্তার প্রসাদ আগরওয়াল আল্ট্রাসোনোগ্রাফি করে দেখেন গর্ভের শিশুর পেটে আরেকটি শিশুর অস্তিত্ব। ডাক্তার জানিয়েছেন, বাচ্চাটির পেটে আরেকটি অপরিণত শিশু রয়েছে। এমন ঘটনা বিরল হলেও অস্বাভাবিক নয়। চিকিৎসা বিজ্ঞানের পরিভাষায় যাকে ‘ফিটাস ইন ফিটু’ বলা হয়। এমন ঘটনা বিশ্বে মাত্র ২০০টি রিপোর্ট করা হয়েছে, যার মধ্যে ১৫ থেকে ২০টি ভারতে ঘটেছে।

কেন হয় এমন পরিস্থিতি? ডাক্তারি মতে, মহিলার গর্ভে যমজ ভ্রূণ থাকলে অনেক সময় এমনটা হতে পারে। কোষ বিভাজন করার সময় একটি বড় কোষের মাঝে ছোট কোষ বিভাজন হয়ে যায়। ফলেই এমন পরস্থিতি তৈরি হয়। যদিও ডাক্তারদের মতে ই ধরনের সমস্যায় অন্তঃসত্ত্বার বিশেষ কোনও ক্ষতি হওয়ার আশঙ্কা নেই। তবে প্রসবের পর সদ্যোজাত কেমন থাকে সেটা দেখার বিষয়। 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.