আনন্দ বদলে গেল শোকে, হতভম্ব মোরাদাবাদ

দশেরার উত্সব নিমেষে বদলে গেল শোকে। উত্তর প্রদেশের মোরাদাবাদে রামলীলার রাবণের জ্বলন্ত কাঠামো ভেঙে পড়ে মারা গেলেন এক অসামরিক প্রতিরক্ষা কর্মী। আহত হয়েছেন বেশ কয়েকজন।

Updated By: Oct 12, 2016, 03:40 PM IST
আনন্দ বদলে গেল শোকে, হতভম্ব মোরাদাবাদ
ছবিটি প্রতীকী

ওয়েব ডেস্ক: দশেরার উত্সব নিমেষে বদলে গেল শোকে। উত্তর প্রদেশের মোরাদাবাদে রামলীলার রাবণের জ্বলন্ত কাঠামো ভেঙে পড়ে মারা গেলেন এক অসামরিক প্রতিরক্ষা কর্মী। আহত হয়েছেন বেশ কয়েকজন।

আরও পড়ুন- ২৭ ঘণ্টা পরেও পাম্পোরে অধরা ২ জঙ্গি

রাবণ দহন ঘিরে গতকাল সন্ধেয় হাজার হাজার মানুষ জড়ো হন মোরাদাবাদের রামলীলা গ্রাউন্ডে। অনেকেরই লক্ষ্য ছিল জ্বলন্ত রাবণের থেকে কাঠ সংগ্রহ করা। জ্বলন্ত রাবণের থেকে জনতাকে দূরে সরাতে তত্পর ছিল পুলিস। তবে ভিড় সামাল দেওয়া যায়নি। রীতিমতো হুড়োহুড়ি শুরু হয়ে যায়। ভিড়ের একটা অংশ রাবণের কাঠামোর কাছে গিয়ে পড়ে। তখনই বিপদ। জ্বলন্ত রাবণের একটা অংশ ভেঙে পড়ে। সেখানেই গুরুতর জখম হন অসামিক প্রতিরক্ষা কর্মী ধর্মেন্দ্র দিবাকর। হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত ঘোষণা করা হয়।

আরও পড়ুন, ফের বড়সড় জঙ্গিহানা জম্মুতে, আহত এক সেনা জওয়ান

.