AirAsia Flight Aborted: পাখির ধাক্কা বিমানে! লক্ষ্ণৌ থেকে কলকাতা আসার কথা থাকলেও বাতিল হল উড়ান...
AirAsia Flight Aborted: লক্ষ্মৌ থেকে কলকাতায় যাচ্ছিল বিমানটি। রানওয়েতে ওড়ার মুখেই সেটিকে ধাক্কা দেয় পাখি। বিমানে ১৮০ জন যাত্রী ছিলেন। ঘটনার পরে যাত্রীদের গন্তব্যে পৌঁছনোর বিকল্প ব্যবস্থাও করে বিমান সংস্থাটি।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: লক্ষ্মৌ থেকে কলকাতায় যাচ্ছিল বিমানটি। জানা গিয়েছে, চৌধরি চরণ সিংহ আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে ঠিক ওড়ার মুখেই সংশ্লিষ্ট বিমানটিকে ধাক্কা দেয় একটি পাখি। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছেন, এর জেরে বাতিল করা হয়েছে এয়ার এশিয়া সংস্থার ওই বিমানের উড়ান। তবে যাত্রীদের জন্য বিকল্প ব্যবস্থাও করা হয়েছে।
আরও পড়ুন: 'থ্রি ইডিয়টসে'র আমির 'ফুংশুক ওয়াংডু' কেন আমৃত্যু অনশনে বসেছেন জানেন?
বিমানবন্দরের মুখপাত্র রূপেশ কুমার জানিয়েছেন-- সকাল ১১টা নাগাদ রানওয়েতে বিমানে ধাক্কা দেয় একটি পাখি। এর পরই চালক এয়ার এশিয়া সংস্থার বিমানের উড়ানটি বন্ধ করে দেন। বিমানটি উপরে ওঠার ঠিক আগের মুহূর্তে ঘটনা ঘটেছে। বিমানটিকে সঙ্গে সঙ্গে আবার বে-তে ফিরিয়ে আনা হয়। যাত্রীরাও নিরাপদে বিমান থেকে নেমে যেতে পারেন।
গত বছরও এ ধরনের ঘটনা কোনও না কোনও বিমান সংস্থার ক্ষেত্রে ঘটেছে। গত বছরেও মাঝ-আকাশে পাখির ধাক্কা খেয়ে জরুরি অবতরণ করেছিল বিমান। আমদাবাদ থেকে দিল্লি যাচ্ছিল একটি বিমান। বেশ কয়েক হাজার ফুট উচ্চতায় ছিল সেটি। সেই উচ্চতায় পাখির ধাক্কা খেয়েছিল। এর ফলে বিমানটির ইঞ্জিনে যথেষ্ট ক্ষতিও হয়েছিল বলে জানা গিয়েছিল।
চৌধরি চরণ সিংহ আন্তর্জাতিক বিমানবন্দরের ওই মুখপাত্র রূপেশ কুমার আরও জানান, বিমানে ১৮০ জন যাত্রী ছিলেন। সমস্ত যাত্রীদেরই নির্দিষ্ট গন্তব্যে নিরাপদে পৌঁছনোর বিকল্প ব্যবস্থা করেছে বিমান সংস্থাটি।