অসহিষ্ণুতা ইস্যুতে মুখ খুললেন এআর রহমান
অসহিষ্ণুতা ইস্যুতে এবার মুখ খুললেন এআর রহমান। তাঁর দাবি ভারতের মাটিতে অসহিষ্ণুতার শিকার হয়েছেন তিনিও। চলতি বছরেই ইরানি ছবি মহম্মদ, মেসেঞ্জার অফ গড ছবিতে সুর দেওয়ায় রহমানের বিরুদ্ধে ফতোয়া জারি করে মুম্বইয়ের একটি মুসলিম মৌলবাদ সংগঠন।
ওয়েব ডেস্ক: অসহিষ্ণুতা ইস্যুতে এবার মুখ খুললেন এআর রহমান। তাঁর দাবি ভারতের মাটিতে অসহিষ্ণুতার শিকার হয়েছেন তিনিও। চলতি বছরেই ইরানি ছবি মহম্মদ, মেসেঞ্জার অফ গড ছবিতে সুর দেওয়ায় রহমানের বিরুদ্ধে ফতোয়া জারি করে মুম্বইয়ের একটি মুসলিম মৌলবাদ সংগঠন।
সংগঠনের নেতাদের অভিযোগ ছিল ছবিটির নামে নবীকে যথেষ্ট সম্মান দেখানো হয়নি। সেসময়ে শেষ মুহুর্তে সুরসম্রাটের বেশ একাধিক কনসার্ট বাতিল করে মুম্বই ও উত্তরপ্রদেশ সরকার। তবে রাজ্য প্রশাসনের তরফে তখনই জানানো হয়েছিল যে অশান্তি এড়াতেই এই সিদ্ধান্ত। ফতোয়া বিতর্কের জেরে রহমানকে ঘর ওয়াপাসির পরামর্শও দিয়েছিল বিশ্ব হিন্দু পরিষদও। কাল ফের সেই প্রসঙ্গে টেনেই আমিরের পাশে দাঁড়িয়ে সওয়াল করেন ওস্কারজয়ী রহমান। এর আগেই টুইটে অভিনেতার বক্তব্যে তাঁর সহমত জানান রহমান।