একটা সিলিন্ডারের দাম ৩০০০ টাকা!
নাগা বিক্ষোভে অশান্ত মণিপুর। স্তব্ধ জনজীবন। ৫০ দিন ধরে মণিপুরে অর্থৈতিক বনধ পালন করছে নাগা বিদ্রোহীরা। আর তার জেরে আকাশ ছুঁয়েছে LPG সিলিন্ডারের দাম। একটা LPG সিলিন্ডারের দাম এখন মণিপুরে ৩০০০ টাকা!
ওয়েব ডেস্ক : নাগা বিক্ষোভে অশান্ত মণিপুর। স্তব্ধ জনজীবন। ৫০ দিন ধরে মণিপুরে অর্থৈতিক বনধ পালন করছে নাগা বিদ্রোহীরা। আর তার জেরে আকাশ ছুঁয়েছে LPG সিলিন্ডারের দাম। একটা LPG সিলিন্ডারের দাম এখন মণিপুরে ৩০০০ টাকা!
১ নভেম্বর থেকে বনধ চলছে মণিপুরে। বনধের জেরে অবরুদ্ধ NH ৩৭ ও NH ২। ইম্ফল উপত্যকায় যোগাযোগের প্রধান লাইফলাইন এই দুই জাতীয় সড়ক। অবরোধের জেরে ইম্ফলের পথে সার বেঁধে দাঁড়িয়ে ট্রাক। বাজারে দেখা দিয়েছে নিত্যপ্রয়োজনীয় জিনিসের আকাল। শুরু হয়ে গেছে কালোবাজারি। এক লিটার পেট্রোল বিকোচ্ছে ৩০০ টাকারও বেশি দামে। আর গ্যাসের দাম গগনচুম্বী। ৩০০০ টাকা! পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ১৮ ডিসেম্বর কার্ফু জারি করে দেওয়া হয়েছে।
নাগা-মেইতেই ও নাগা-কুকি, প্রধানত এই দুই উপজাতির মধ্যে সংঘর্ষের জেরেই অচল মণিপুর। রাজ্যের মোট জনসংখ্যার ২০ শতাংশ নাগা। আর নাগাদের মধ্যে মেইতেই হচ্ছে ৬৫ শতাংশ। কুকিরা ১৩ শতাংশ।