Rajasthan: প্রেমিককে সঙ্গে নিয়ে মেয়েকে খুন, চলন্ত ট্রেন থেকে দেহ ছুঁড়ে ফেলল মা! গ্রেফতার দুজনেই
পুলিস জানিয়েছে, সোম এবং মঙ্গলবার মধ্যরাতে ওই মহিলা তাঁর মেয়ে কিরণকে শ্বাসরোধ করে হত্যা করে এবং সানির সহায়তায় তার দেহ বিছানার চাদরে জড়িয়ে শ্রীগঙ্গানগর রেলস্টেশনে যান।
![Rajasthan: প্রেমিককে সঙ্গে নিয়ে মেয়েকে খুন, চলন্ত ট্রেন থেকে দেহ ছুঁড়ে ফেলল মা! গ্রেফতার দুজনেই Rajasthan: প্রেমিককে সঙ্গে নিয়ে মেয়েকে খুন, চলন্ত ট্রেন থেকে দেহ ছুঁড়ে ফেলল মা! গ্রেফতার দুজনেই](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2023/01/20/404642-rajasthan-murder-new.png)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রাজস্থানের শ্রীগঙ্গানগর জেলায় এক বিবাহিত মহিলা এবং তার প্রেমিককে ওই মহিলার তিন বছরের মেয়েকে হত্যা করে চলন্ত ট্রেন থেকে তাঁর দেহ ফেলে দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার পুলিস জানিয়েছে এই খবর। অভিযুক্তদের নাম সুনিতা এবং সানি ওরফে মালটা বলে জানা গেছে।
পুলিস জানিয়েছে, সোম এবং মঙ্গলবার মধ্যরাতে ওই মহিলা তাঁর মেয়ে কিরণকে শ্বাসরোধ করে হত্যা করে এবং সানির সহায়তায় তার দেহ বিছানার চাদরে জড়িয়ে শ্রীগঙ্গানগর রেলস্টেশনে যান।
পুলিস সুপারিনটেনডেন্ট (শ্রীগঙ্গানগর) আনন্দ শর্মা বলেছেন, তারা সকাল ৬.১০ মিনিটে একটি ট্রেনে উঠেছিলেন এবং যখন ট্রেনটি ফাতুহি রেল স্টেশনের আগে একটি খালের উপর একটি সেতুতে পৌঁছায়, তখন তারা চলন্ত ট্রেন থেকে দেহটি ফেলে দেয়।
তারা দেহটি খালে ফেলে দিতে চেয়েছিল কিন্তু এটি রেললাইনের কাছে পড়ে। তিনি বলেন, মঙ্গলবার সকালে এটি উদ্ধার করা হয়েছে।
আরও পড়ুন: INS Vagir: শত্রুর রক্তচাপ বাড়িয়ে ভারতীয় নৌবাহিনীর হাতে এসে গেল সমুদ্রের ত্রাস INS Vagir
সুনিতার পাঁচ সন্তান রয়েছে। তিনি সানি এবং তার দুই মেয়ের সঙ্গে শাস্ত্রী নগরে থাকেন। অন্যদিকে তিনটি সন্তানের সঙ্গে তাঁর স্বামী থাকেন অয় জায়গায়। পুলিস এই খবর জানিয়েছে।
মেয়েটিকে শনাক্ত করার পর, পুলিস সুনিতাকে খুঁজে বের করে এবং তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠায়।
জিজ্ঞাসাবাদের সময়, তিনি তার মেয়েকে হত্যার কথা স্বীকার করেন। এর পরেই দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিস জানিয়েছে।
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)