Haryana: রাজ্যের সবথেকে সৎ পুলিস অফিসার নিজেই গ্রেফতার দুর্নীতির দায়ে
ওই মহিলা দুর্নীতি দমন ব্যুরোতে অভিযোগ করেছিলেন। এরপরেই এসিবি একটি দল গঠন করে ওই সাব-ইন্সপেক্টরকে ধরার জন্য একটি ফাঁদ তৈরি করে। এরপরেই ওই সাব-ইন্সপেক্টরকে হাতেনাতে ধরার একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: হরিয়ানা পুলিসের এক মহিলা সাব-ইন্সপেক্টরকে (SI) ভিওয়ানির এক মহিলার কাছ থেকে ৫,০০০ টাকা ঘুষ নেওয়ার অপরাধে গ্রেফতার করা হয়েছে। এই গ্রেফতার হওয়া সাব-ইন্সপেক্টর মুন্নি দেবী ওই জেলার বাওয়ানি খেরা থানায় কর্মরত ছিলেন।
ওই মহিলার অভিযোগের ভিত্তিতে রিকভারির একটি মামলায় তদন্তকারী আধিকারিক ছিলেন ওই সাব-ইন্সপেক্টর। তিনি ওই মহিলার কাছ থেকে কাজের জন্য ৫,০০০ টাকা ঘুষ চেয়েছিলেন বলে জানা গিয়েছে। ওই মহিলা দুর্নীতি দমন ব্যুরোতে অভিযোগ করেছিলেন। এরপরেই এসিবি একটি দল গঠন করে ওই সাব-ইন্সপেক্টরকে ধরার জন্য একটি ফাঁদ তৈরি করে।
আরও পড়ুন: ৪ শাবকের জন্ম দিল নামিবিয়ান চিতা, কুনো ন্যাশনাল পার্কে খুশির হাওয়া
এরপরেই ওই সাব-ইন্সপেক্টরকে হাতেনাতে ধরার একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে।
कल हिसार एवं भवानी विजिलेस विभाग की संयुक्त टीम ने बवानीखेड़ा की महिला सब इंस्पेक्टर मुन्नी देवी को भिवानी लघु सचिवालय में 5 हजार रुपए रिश्वत लेते किया गिरफ़्तार। विदित हो कि, ये वही महिला एसआई हैं जिसे गणतंत्र दिवस पर उनके बेहतर काम और ईमानदारी के लिए सम्मानित किया गया था। pic.twitter.com/lzofLm1guk
— NCIB Headquarters (@NCIBHQ) March 29, 2023
ন্যাশনাল ক্রাইম ইনভেস্টিগেশন ব্যুরো, সংবিধান ও আইন দ্বারা প্রদত্ত অধিকার সম্পর্কে নাগরিকদের সচেতন করার জন্য কাজ করা একটি এনজিও। তারা ট্যুইটারে পোস্ট করেছে ওই সাব-ইন্সপেক্টরের গ্রেফতারের ভিডিয়ো।
আরও পড়ুন: Vande Bharat Express: বন্দে ভারত-এ পাথর ছুড়লে কত বছর জেল, জানিয়ে দিল রেল
NCIB লিখেছে, ‘গতকাল, হিসার এবং ভিওয়ানি ভিজিল্যান্স বিভাগের একটি যৌথ দল বাওয়ানি খেড়ার মহিলা সাব-ইন্সপেক্টর মুন্নি দেবীকে ৫০০০ টাকা ঘুষ নেওওার সময় গ্রেফতার করেছে। ইনি সেই মহিলা এসআই যাকে প্রজাতন্ত্র দিবসে তার ভাল কাজ এবং সততার জন্য সম্মানিত করা হয়েছিল’।