প্যান কার্ডের আবেদনের সময় বাধ্যতামূলক হল আধার

আয়কর রিটার্ন ফাইল করার জন্য প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিংক করতে আগেই নির্দেশ দিয়েছিল আয়কর দফতর। প্রায় ২ কোটি ৭ লাখ মানুষ ইতিমধ্যেই নিজেদের প্যান কার্ডের সঙ্গে আধার নাম্বার লিংক করেছেন। এবার প্যান কার্ডের জন্য আবেদন করতে গেলে আধার দাখিল করা বাধ্যতামূলক করল কেন্দ্র।

Updated By: Jun 28, 2017, 07:00 PM IST
প্যান কার্ডের আবেদনের সময় বাধ্যতামূলক হল আধার

ওয়েব ডেস্ক : আয়কর রিটার্ন ফাইল করার জন্য প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিংক করতে আগেই নির্দেশ দিয়েছিল আয়কর দফতর। প্রায় ২ কোটি ৭ লাখ মানুষ ইতিমধ্যেই নিজেদের প্যান কার্ডের সঙ্গে আধার নাম্বার লিংক করেছেন। এবার প্যান কার্ডের জন্য আবেদন করতে গেলে আধার দাখিল করা বাধ্যতামূলক করল কেন্দ্র।

কেন্দ্রের তরফে এক নির্দেশিকায় বলা হয়েছে, ১ জুলাই থেকে আধারের সঙ্গে প্যান নাম্বার লিংকড থাকা বাধ্যতামূলক। আর তাই এখন থেকে নতুন প্যান কার্ডের জন্য আবেদনের সময় জমা দিতে হবে ১২ ডিজিটের আধার নম্বর। করফাঁকি এড়াতেই সরকারের তরফে এই উদ্যোগ।

আরও পড়ুন, টিকিটে দেওয়া ভর্তুকির টাকা রেলকে চেক-এ ফিরিয়ে আলোচনায় দম্পতি!

.