আধার-প্যানকার্ড সংযুক্তিকরণের সময়সীমা বাড়ল
আধারের সঙ্গে প্যান সংযুক্ত করার সময়সীমা ৪ বার বাড়িয়েছিল সেন্ট্রাল বোর্ড অফ ডায়রেক্ট ট্যাক্সেস।
নিজস্ব প্রতিবেদন : আধারের সঙ্গে প্যানকার্ড সংযুক্ত করার সময়সীমা বাড়াল কেন্দ্র। ২০১৯-এর ৩১ মার্চ পর্যন্ত এই সময়সীমা বাড়ানো হল। পূর্ব নির্ধারিত ঘোষণা অনুসারে শনিবারই শেষ হয় এই সংযুক্তিকরণের কাজ। তার কয়েক ঘণ্টা আগেই সময়সীমা বাড়ানোর কথা ঘোষণা করে কেন্দ্র। সিবিডিটি-র পক্ষ থেকে এই সময়সীমা বৃদ্ধির কথা ঘোষণা করা হয়।
এর আগে আধারের সঙ্গে প্যান সংযুক্তিকরণের সময়সীমা বাড়িয়ে ৩০ জুন করা হয়। আধারের সঙ্গে প্যান সংযুক্ত না করালে আয়কর রিটার্ন দাখিল করতে সমস্যায় পড়তে হতে পারে আপনাকে। এমনকী বাতিল হতে পারে আপনার প্যানকার্ড।
আধারের সঙ্গে প্যান সংযুক্ত করার সময়সীমা ৪ বার বাড়িয়েছিল সেন্ট্রাল বোর্ড অফ ডায়রেক্ট ট্যাক্সেস।
আরও পড়ুন- আজই শেষ দিন, আজ এই কাজটা না করলে বাতিল হতে পারে আপনার PAN