`আপ` বদনামে বিনিয়োগ ১৪০০ কোটি! অভিযোগ কেজরিওয়ালের
স্টিং অপারেশন কাণ্ডে অভিযুক্ত নেতা -নেত্রীদের পাশেই দাঁড়াল আম আদমি পার্টি (আপ)। আপ-এর পক্ষ থেকে বলা হল স্টিং অপারেশনের মাধ্যমে তৈরি হওয়া সেই বিতর্কিত সিডি-এর বেশিরভাগ অংশতেই রদবদল ঘটিয়ে সত্যিকে আড়াল করা হয়েছে।
স্টিং অপারেশন কাণ্ডে অভিযুক্ত নেতা -নেত্রীদের পাশেই দাঁড়াল আম আদমি পার্টি (আপ)। আপ-এর পক্ষ থেকে বলা হল স্টিং অপারেশনের মাধ্যমে তৈরি হওয়া সেই বিতর্কিত সিডি-এর বেশিরভাগ অংশতেই রদবদল ঘটিয়ে সত্যিকে আড়াল করা হয়েছে।
সম্প্রতি ‘মিডিয়া সরকার ’ ওয়েবসাইটের স্টিং অপারেশনে ভিডিও টেপে দেখা গিয়েছে , আপ -এর জনপ্রিয় কয়েকজন নেতা-নেত্রী বিনা রসিদে আর্থিক অনুদান নিচ্ছেন এবং বিনিময়ে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন৷
রবিবার সাংবাদিকদের আপ-এর নেতা যোগেন্দ্র যাদব বলেন, " স্টিং অপরাশেনের সেই ১৪ ঘণ্টার আসল ভিডিওটা আমরা ভাল করে খতিয়ে দেখেছি। দেখার পর বুঝেছি পুরো ভিডিও অনেক রদবদল ঘটানো হয়েছে। আসলে চক্রান্ত করেই আমাদের দলের নামে বদনাম করতে এই ভিডিওটি প্রকাশ করা হয়েছে। এর আগে আপ-এর প্রধান অরবিন্দ কেজরিওয়াল টুইট করনে, দলের কেউ দোষী প্রমাণিত হলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। নয়াদিল্লি : গতকাল আপ-এর পক্ষ থেকে অভিযোগ করা হয় ১২ কোটি টাকার বিনিময়ে তাদের দলের নেতাদের বিরুদ্ধে স্টিং অপারেশন চালানো হয়েছিল৷
দুর্নীতি, ঘুস কাণ্ডে রাজনৈতিক দলেরা অভিযুক্ত নেতাদের পাশেই দাঁড়ান,এই অভিযোগে দেশ উত্তাল করতেন অরবিন্দ কেজরিওয়াল। রাজনৈতিক দল গড়ার পরই কেজরিওয়ালদের গলা বদলে গেল। সেই চক্রান্তের তত্ত্ব, ষড়যন্ত্র কথাগুলো ফিরে এল কেজরিওয়ালদের গলায়।