পাখির চোখ ত্রিপুরা, দেড় বছরে উন্নয়নের সরকার, তারিখ লিখে রাখুন, চ্যালেঞ্জ Abhishek-র

সাংসদের উপরে হামলা হলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? প্রশ্ন তুলেছেন অভিষেক (Abhishek Banerjee)। 

Updated By: Aug 2, 2021, 05:57 PM IST
পাখির চোখ ত্রিপুরা, দেড় বছরে উন্নয়নের সরকার, তারিখ লিখে রাখুন, চ্যালেঞ্জ Abhishek-র

নিজস্ব প্রতিবেদন: ত্রিপুরা পাখির চোখ। গণতন্ত্র ফেরাব। মমতা বন্দ্যোপাধ্যায় দায়িত্ব দিয়েছেন। আমি নেত্রীর সৈনিক হিসেবে কাজ করছি। ত্রিপুরায় গিয়ে বিপ্লব দেব সরকারকে হঠানোর হুমকি দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তাঁর চ্যালেঞ্জ,'লড়াই আজ থেকে শুরু হল। ত্রিপুরার মাটিতে তৃণমূল পা রেখেছে। আজকের তারিখটা লিখে রাখুন। আগামী দেড়বছরের মধ্যে উন্নয়নের সরকার প্রতিষ্ঠা করে ছাড়ব। উন্নয়নের কর্মসূচি ত্রিপুরার দুয়ারে দুয়ারে পৌঁছে দেবে মা-মাটি-মানুষের সরকার। জল্লাদদের উল্লাস মঞ্চে পরিণত করেছে ত্রিপুরাকে। সর্বশক্তি দিয়ে আটকাতে হবে।'

ত্রিপুরায় আসার সময় তাঁর গাড়িতে হামলার ঘটনায় বিজেপিকে কাঠগড়ায় তোলেন অভিষেক (Abhishek Banerjee)। তাঁর কথায়,'অতিথি দেব ভবঃ বলে যে ঘটনা ঘটিয়েছে বিজেপি, তা আপনারা দেখেছেন। মা ত্রিপুরেশ্বরীর পুজো করে কর্মসূচি শুরু করতে চেয়েছিলাম। সারা ভারতে প্রসিদ্ধ তীর্থক্ষেত্র ত্রিপুরেশ্বরী মন্দিরে যাতে না পৌঁছতে পারি, সেজন্য সবরকম চেষ্টা করেছে। এরাই নাকি হিন্দুত্বের ধারক ও বাহক! গাড়িতে লাঠি দিয়ে মারা হয়েছে। কলকাতা থেকে আসা ৩ নিরাপত্তা আধিকারিক গুরুতর আহত। ১০০ মিটার ছাড়া ছাড়া রাস্তা অবরোধ। মায়ের দর্শন তো আমি করেছি। এভাবে আটকানো যাবে না। আমাদের যত তাঁতানো হয় তত শক্তিশালী হয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের দল লোহার মতো। তমশাচ্ছন্ন ত্রিপুরায় উন্নয়নের সরকার গড়ব।'

সাংসদের উপরে হামলা হলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? প্রশ্ন তুলেছেন অভিষেক (Abhishek Banerjee)। তিনি বলেন,'সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসেবে এই প্রথম অন্য রাজ্যে পা রাখা। সাংগঠনিক কাজ শুরু করেছি ক'দিন আগে। যারা বড় বড় ভাষণ দিয়ে গণতন্ত্র বাঁচানোর কথা বলে তারা আজ কোথায়? সাংসদের উপরে হামলা হলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? মায়েদের নিরাপত্তা কোথায়? পুলিস নীরব দর্শকের ভূমিকা পালন করছে। তারা বলছে আমরা কিছু করতে পারব না। তাদের দোষারোপ করব না। স্বৈরাচারী শক্তির বিরুদ্ধে লড়াই চলবে।'   

ত্রিপুরায় সরকার গঠনই যে লক্ষ্য তাও বারেবারে স্পষ্ট করে দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তাঁর হুঁশিয়ারি,'সারা দেশে বিজেপিকে কেউ ল্যাজেগোবরে করে হারাতে পারে সেই দলের নাম তৃণমূল কংগ্রেস। নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি নেতৃত্বকে চ্যালেঞ্জ করে গেলাম, পায়ের তলার ভূমি বাঁচিয়ে নিন। ত্রিপুরাকে চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছে। আজ থেকে বিজেপির বিদায়ঘণ্টায় বেজে গেছে। সমাজবিরোধীদের খেলা শেষ। মা-মাটি মানুষের খেলা শুরু।' 

আরও পড়ুন- টিকায় বঞ্চিত বাংলা? ২ বিজেপি শাসিত রাজ্যকে 'সুবিধা', স্পষ্ট কেন্দ্রের তথ্যেই

 (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.