Jammu-র আকাশে ফের একাধিক 'উড়ন্ত যান'! সতর্ক পুলিস, শুরু তল্লাশি
জম্মু-কাশ্মীরের বায়ুসেনা ঘাঁটিতে ড্রোন হামলার পরই আকাশে দেখা গেল একাধিক উড়ন্ত যান।
নিজস্ব প্রতিবেদন: ভূস্বর্গের আকাশে বারবার 'সন্দেহজনক' উড়ন্ত যানের হামলায় পরিস্থিতি কিছুটা অশান্ত। জম্মু-কাশ্মীরের বায়ুসেনা ঘাঁটিতে ড্রোন হামলার পরই আকাশে দেখা গেল একাধিক উড়ন্ত যান। শনিবার রাত ৮ টা ৩৫ মিনিট নাগাদ সাম্বা জেলার বিরপুরে একটি 'উড়ন্ত যান'-এর দেখা পাওয়া যায়।
এই ঘটনার পরই জম্মু কাশ্মীরে শুরু হয়েছে তল্লাশি। এখনও কিছু পাওয়া যায়নি। গত সপ্তাহে বায়ুসেনা ঘাঁটিতে ড্রোন হামলার পরই আরও সতর্ক হয়েছে পুলিস। গত কয়েকদিনেই জম্মু আকাশে একাধিকবার ড্রোন দেখা গিয়েছে।
আরও পড়ুন, উত্তরপ্রদেশে জেলা পঞ্চায়েত নির্বাচনে গেরুয়া ঝড়, টিকতেই পারলেন না অখিলেশ
যদিও শনিবার সাম্বা পুলিস ড্রোন কিংবা উড়ন্ত যানের এই গোটা ঘটনাটি অস্বীকার করেছে। গত ২৮ জুন পাঁচ মিনিটের ব্যবধানে বায়ুসেনা ঘাঁটিতে পর পর দু'টি বিস্ফোরণ হয়। শুক্রবার ভোর ৪টের দিকে জম্মুর আরনিয়া সেক্টরের আন্তর্জাতিক সীমান্তে শেষ হামলার খবর পাওয়া গিয়েছে।
২৭ ও ২৮ জুনের মধ্যরাতে কালুচাক সামরিক স্টেশনের উপর দুটি ড্রোন ঘুরে বেড়াতে দেখা যায়। তখন জম্মু অঞ্চলে, বিশেষত সেনা ছাউনিতে একটি উচ্চ সতর্কতা জারি করা হয়। ২৯ জুনও দুপুরে জম্মুতে তিনটি পৃথক স্থানে- কুঞ্জয়ীনী, সুনজওয়ান এবং কালুচাক এলাকায় ড্রোন দেখা যায়।
ড্রোন হামলার পর ইতিমধ্যেই জম্মুতে সুরক্ষা সংস্থাগুলি এয়ার ফোর্স স্টেশনে একটি অ্যান্টি-ড্রোন সিস্টেম স্থাপন করেছে।