জয়ললিতার শূন্যস্থানে কি বসতে চলেছেন তাঁরই ছায়াসঙ্গী শশীকলা?
জয়ললিতার শূন্যস্থানে কি বসতে চলেছেন তাঁরই ছায়াসঙ্গী শশীকলা? তামিল রাজনীতিতে খবর এমনই। AIADMK-র শীর্ষপদ হচ্ছে সাধারণ সম্পাদক। জয়ললিতার মৃত্যুতে ওই পদ শূন্য। শিগগিরই নতুন নেত্রীর নাম ঘোষণা হবে। সেই নাম যদি শশীকলা হয় তাহলে অবাক হওয়ার কিছু নেই। শশীকলাকে পার্টির কয়েকজন নেতা এমনই অনুরোধ করেছেন বলে AIADMK-র টুইটারে জানানো হয়েছে।
![জয়ললিতার শূন্যস্থানে কি বসতে চলেছেন তাঁরই ছায়াসঙ্গী শশীকলা? জয়ললিতার শূন্যস্থানে কি বসতে চলেছেন তাঁরই ছায়াসঙ্গী শশীকলা?](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2016/12/10/72667-sashikala10-12-16.jpg)
ওয়েব ডেস্ক: জয়ললিতার শূন্যস্থানে কি বসতে চলেছেন তাঁরই ছায়াসঙ্গী শশীকলা? তামিল রাজনীতিতে খবর এমনই। AIADMK-র শীর্ষপদ হচ্ছে সাধারণ সম্পাদক। জয়ললিতার মৃত্যুতে ওই পদ শূন্য। শিগগিরই নতুন নেত্রীর নাম ঘোষণা হবে। সেই নাম যদি শশীকলা হয় তাহলে অবাক হওয়ার কিছু নেই। শশীকলাকে পার্টির কয়েকজন নেতা এমনই অনুরোধ করেছেন বলে AIADMK-র টুইটারে জানানো হয়েছে।
আরও পড়ুন খবর কাগজে করে খাবার আনবেন না, তাহলেই গেল!
জয়ললিতার উত্তরাধিকারীর পদে শশীকলা ছাড়া আর কেউ নেইও। তিনিই আম্মার শেষকৃত্য করেছেন। প্রধানমন্ত্রী সহ VVIP-দের শোকবার্তাও, আম্মার পরিবার হিসেবে শশীকলাই গ্রহণ করেছেন। তাঁর নির্দেশেই নাকি, জয়ললিতার মৃত্যুর একঘণ্টার মধ্যে মুখ্যমন্ত্রীর পদে পনিরসেলভমের শপথ গ্রহণের আয়োজন হন। এমনকি পনিরসেলভম সহ গোটা মন্ত্রিসভাই নাকি এখন শশীকলার নির্দেশে চলছে।
আরও পড়ুন বীরুর ১৪ বছর পর ওয়াংখেড়েতে ওপেনারদের বদনাম ঘোচালেন বিজয়