CWC Meeting: ফের Congress সভানেত্রির পদে Sonia Gandhi

কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধী রবিবার AICC অফিসে কংগ্রেস ওয়ার্কিং কমিটির (CWC) বৈঠকে ৫টি রাজ্যে ভোটে পরাজয় এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন।

Updated By: Mar 14, 2022, 07:04 AM IST
CWC Meeting: ফের Congress সভানেত্রির পদে Sonia Gandhi
ছবি: এএনআই

নিজস্ব প্রতিবেদন: রবিবার কংগ্রেস ওয়ার্কিং কমিটির (CWC) বৈঠকের পরে কংগ্রেস ঘোষণা করেছে যে সোনিয়া গান্ধী (Sonia Gandhi) দলের নেতৃত্ব চালিয়ে যাবেন। দলের সভাপতির পদেও থাকবেন তিনিই। "কংগ্রেসের (Congress) অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া আমাদের নেতৃত্ব দেবেন এবং ভবিষ্যতের পদক্ষেপ নেবেন। আমরা সকলেই তার নেতৃত্বে বিশ্বাস করি," কংগ্রেস নেতা মল্লিকার্জুন খার্গে পার্টির ওয়ার্কিং কমিটির বৈঠকের পরে এই কথা জানান সাংবাদিকদের।

কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধী রবিবার AICC অফিসে কংগ্রেস ওয়ার্কিং কমিটির (CWC) বৈঠকে ৫টি রাজ্যে ভোটে পরাজয় এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন।

AICC গোয়ার ইনচার্জ দীনেশ গুন্ডু রাও পার্টির সিডব্লিউসি বৈঠকের পরে জানিয়েছেন, "তিনি (সোনিয়া গান্ধী) দলের সভানেত্রী হিসেবে কাজ চালিয়ে যাবেন। ৫টি রাজ্যের নির্বাচন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। কীভাবে আমরা এগিয়ে যাব এবং কীভাবে আসন্ন নির্বাচনের জন্য প্রস্তুতি নেব তা নিয়ে আমরা আলোচনা করেছি।"

আরও পড়ুন: Punjab Election 2022: ছেলে হারিয়েছেন খোদ বিদায়ী মুখ্যমন্ত্রীকে, এখনও ঝাড়ুদারের কাজই করেন বিজয়ী AAP প্রার্থীর মা

মল্লিকার্জুন খার্গে (Mallikarjun Kharge), অম্বিকা সোনি (Ambika Soni), সালমান খুরশিদ (Salman Khurshid), প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রা (Priyanka Gandhi Vadra) সহ অন্যান্য নেতারা CWC বৈঠকে উপস্থিত ছিলেন। G-23 গোষ্ঠীর নেতারা ইঙ্গিত দিয়েছে যে তারা অভ্যন্তরীণ নির্বাচনের বিষয়গুলি আবার উত্থাপিত কবেন। এই নেতারা বহুদিন ধরে নেতৃত্বকে প্রশ্নবিদ্ধ করেছে এবং সংগঠন পুনর্নির্মাণের জন্য চাপ দিয়েছেন।

অন্যদিকে, রাজস্থানের (Rajasthan) মুখ্যমন্ত্রী অশোক গেহলট (Ahok Gehlot) গান্ধী পরিবারের (Gandhi Family) প্রতি তার আস্থা প্রকাশ করেছেন এবং কংগ্রেসের জন্য এর গুরুত্বের উপর জোর দিয়ে বলেছেন, রাহুল গান্ধীর (Rahul Gandhi) কংগ্রেস দলের সভাপতি হওয়া উচিত।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.