রাহুল `সোনিয়া`, সোনিয়া `মনমোহন`! `পদকল্পদ্রুমে` জমজমাট কংগ্রেস জল্পনা

এআইসিসির বৈঠকে রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী ঘোষণা করা নিয়ে জল্পনা এখন তুঙ্গে। রাহুলকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে তুলে ধরলে কংগ্রেসের প্রচারে গতি আসবে। মনে করছেন শীর্ষ নেতাদের একাংশ। যদিও এর বিরোধিতায় দলের অন্য অংশ।

Updated By: Jan 16, 2014, 11:43 AM IST

এআইসিসির বৈঠকে রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী ঘোষণা করা নিয়ে জল্পনা এখন তুঙ্গে। রাহুলকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে তুলে ধরলে কংগ্রেসের প্রচারে গতি আসবে। মনে করছেন শীর্ষ নেতাদের একাংশ। যদিও এর বিরোধিতায় দলের অন্য অংশ।

আবার অনেকেরই ধারণা, রাহুল গান্ধীকে কংগ্রেসের ওয়ার্কিং প্রেসিডেন্ট পদে নিয়োগ করা হতে পারে। সে ক্ষেত্রে সোনিয়া গান্ধীকে তুলে ধরা হতে পারে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে। শুক্রবার এআইসিসির বৈঠকের আগে আজ বৈঠকে বসছে কংগ্রেস ওয়ার্কিং কমিটি। কংগ্রেস সূত্রে খবর, শুক্রবারের আলোচনার খসড়া আর লোকসভা ভোটে দলের রণকৌশল চূড়ান্ত করতেই এই বৈঠক। আলোচনা হতে পারে রাহুলকে প্রধানমন্ত্রী করার প্রস্তাব নিয়েও। গতকাল প্রধানমন্ত্রীর বাসভবনে কংগ্রেস কোর কমিটির বৈঠক হয়। সেখানে হাজির ছিলেন রাহুল গান্ধী।

.