আমাদের রাফাল দরকার নেই কে বলেছে? বললেন বায়ুসেনার প্রধান
ফ্রান্সের সঙ্গে ৩৬টি রাফাল কেনার চুক্তি করেছে ভারত সরকার।
নিজস্ব প্রতিবেদন: রাফাল নিয়ে রাজনীতির মাঝেই দেশের নিরাপত্তায় অত্যাধুনিক যুদ্ধবিমান কতটা প্রয়োজন, তা মনে করিয়ে দিলেন বায়ুসেনার প্রধান বীরেন্দ্র সিং ধানোয়া। একইসঙ্গে শুনিয়ে দিলেন, শত্রু দেশগুলির সেনাবাহিনীর হাতে ইতিমধ্যেই চলে এসেছে অত্যাধুনিক যুদ্ধবিমান।
ফরাসী সংস্থা ডসল্টের থেকে রাফাল বিমান ক্রয় নিয়ে দেশে শুরু হয়েছে রাজনৈতিক বিবাদ। রাফাল বিমান ক্রয়ে দুর্নীতির অভিযোগে সরব হয়েছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। সদ্য পাঁচ রাজ্যের ভোটের প্রচারে নিয়ম করে প্রতিটি সভায় রাফাল দুর্নীতির অভিযোগ তুলে নরেন্দ্র মোদীকে বিঁধেছেন। 'চৌকিদারই চোর' স্লোগানও দেন রাহুল। তবে বিরোধীদের ধাক্কা দিয়ে রাফাল চুক্তি নিয়ে তদন্তের আর্জি খারিজ করেছে সুপ্রিম কোর্ট। যদিও তারপরেও রাহুল গান্ধী দাবি করেছেন, রাফালের দুর্নীতি প্রমাণ করে ছাড়বেন তিনি। একইসঙ্গে যৌথ সংসদীয় কমিটি গঠন করে তদন্তের দাবিও করেছেন।
বায়ুসেনার প্রধান বলেন,''কে বলেছে আমাদের রাফাল দরকার নেই? সরকার বলেছে, আমরা বলছি, রাফাল দরকার। সুপ্রিম কোর্ট ঠিকঠাক রায় দিয়েছে''। তাঁর আরও সংযোজন,''শত্রুরা ইতিমধ্যেই তাদের যুদ্ধবিমানগুলি অত্যাধুনিক করে নিয়েছে। রাফাল মোড় ঘুরিয়ে দেবে''।
Indian Air Chief Marshal, Birender Singh Dhanoa: Who says we don't need Rafale?The govt says we need Rafale, we are saying we need Rafale, the SC has given a fine judgement, it took us so long that our adversaries have already upgraded their system. #Rafale is a game changer. pic.twitter.com/dKZRgoEsNO
— ANI (@ANI) December 19, 2018
ফরাসী প্রযুক্তির যুদ্ধবিমান রাফালে রয়েছে দুটি ইঞ্জিন। ফ্রান্সের সঙ্গে ৩৬টি রাফাল কেনার চুক্তি করেছে ভারত সরকার। এজন্য খরচ পড়ছে ৫৮,০০০ কোটি টাকা।
আরও পড়ুন- অনুমতি পেলে ২১ জানুয়ারি ৫টি রথের রশিতে টান, ৭ ফেব্রুয়ারি বিজেপির ব্রিগেড
রাফালের চুক্তি, দাম এবং অফসেট নির্বাচন নিয়ে বিরোধীদের প্রশ্ন খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। এর পরও ইতি হয়নি রাফাল বিতর্কের। শীর্ষ আদালতকে ‘ভুল তথ্য’ দেওয়া বিষয়ে কেন্দ্রকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে কংগ্রেস। পাল্টা প্রতিরোধে নেমেছে বিজেপি নেতারা-ও। সোমবার সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমন বলেছিলেন,''জেনেশুনে এত দিন দেশকে বিভ্রান্ত করেছে কংগ্রেস। সুপ্রিম কোর্টের রায় না শুনে অদ্ভুত স্পর্ধা দেখাচ্ছে গান্ধী পরিবার''। রাহুল গান্ধীকে কাঠগড়ায় দাঁড় করিয়ে আরও তিনি আরও বলেছিলেন, ''রাফালের দাম নিয়ে জেনেশুনে দেশবাসীকে বিভ্রান্ত করছে কংগ্রেস। সীতারমনের দাবি, কম্পট্রলার অ্যান্ড অডিটর জেনারেলকে (ক্যাগ) রাফালের দামের তথ্য দেওয়া হয়েছে। প্রয়োজন হলে দেখে নিতে পারে পাবলিক অ্যাকাউন্টস কমিটি (পিএসি)''। যদিও পিএসির চেয়ারম্যান তথা কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে দাবি করেছেন, পিএসি-র হাতে রাফালের দাম বিষয়ে এমন কোনও রিপোর্ট নেই।