Uttar Pradesh: লোকসভা থেকে ইস্তফা Akhilesh Yadav-র, বিধানসভার বিরোধী দলনেতা হবেন প্রাক্তন মুখ্যমন্ত্রী

তিনি বিএসপি (BSP) প্রধান মায়াবতীকে (Mayawati) আক্রমণ করে তিনি বলেন যে তিনি বিআর আম্বেদকরের সংবিধান বাঁচাতে কিছুই করেননি। "এটা মনে করা হচ্ছে যে তিনি গোপনে বিজেপির সঙ্গে হাত মিলিয়েছেন। সময় এসেছে যখন সমাজবাদীদেরকে সমস্ত আম্বেদকরবাদীদের একত্রিত করতে হবে।"

Updated By: Mar 22, 2022, 04:16 PM IST
Uttar Pradesh: লোকসভা থেকে ইস্তফা Akhilesh Yadav-র, বিধানসভার বিরোধী দলনেতা হবেন প্রাক্তন মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদন: মঙ্গলবার সমাজবাদী পার্টি (SP) প্রধান অখিলেশ যাদব (Akhilesh Yadav) লোকসভা থেকে পদত্যাগ করেছেন বলে জানা গেছে। SP-র সূত্র মারফত জানা গেছে যে, "অখিলেশ যাদব লোকসভা থেকে পদত্যাগ করছেন এবং তিনি কারহাল (Karhal) বিধানসভা থেকে বিধায়ক হিসাবে কাজ চালিয়ে যাবেন।"

অখিলেশ যাদব সংসদের নিম্নকক্ষ থেকে পদত্যাগ করছেন কারণ সদ্য সমাপ্ত উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে তিনি কারহাল বিধানসভা আসন থেকে বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন। সমাজবাদী পার্টির সূত্রে আরও জানা গেছে যে উত্তর প্রদেশের ৪৮ বছর বয়সী প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব রাজ্যে দলের নেতৃত্ব দেবেন এবং উত্তর প্রদেশ বিধানসভায় বিরোধী নেতার ভূমিকা পালন করবেন।

এর আগে, অখিলেশ সোমবার সন্ধ্যায় আজমগড়ে (Azamgarh) সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় বলেন তিনি যোগী আদিত্যনাথের (Yogi Adityanath) শপথগ্রহণ অনুষ্ঠানে যাচ্ছেন না কারণ "আমাকে এখনও আমন্ত্রণ জানানো হয়নি। অনুষ্ঠানে যদি আমি এখন আমন্ত্রিত হই তাহলেও আমি অনুষ্ঠানে যোগ দিতে যাব না।"

আরও পড়ুন: Goa: আবার গোয়ার মুখ্যমন্ত্রী Pramod Sawant, শপথে উপস্থিত থাকার সম্ভাবনা প্রধানমন্ত্রীর

অখিলেশও ইভিএমকাণ্ড নিয়ে তার অবস্থান থেকে কিছুটা সরে এসেছেন। তিনি বলেন যে এখন এই বিষয়টি নিয়ে আলোচনা করার সময় নয়, তবে তিনি প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, "বিজেপি কীভাবে নির্বাচনে জিতেছে তার পর্যালোচনার কোনও সুযোগ যাতে না থাকে সেই জন্য সরকার 'দ্য কাশ্মীর ফাইলস' ছবির প্রচার শুরু করেছে। উত্তরপ্রদেশ নির্বাচনের ফলাফল জনগণের প্রত্যাশা থেকে সম্পূর্ণ ভিন্ন। এখন , বিজেপিকে নিশ্চিত করা উচিত যে 'কাশ্মীর ফাইলস' থেকে পাওয়া লাভ যেন কাশ্মীরি পণ্ডিতদের পুনর্বাসনে ব্যবহার করা হয়। কাশ্মীরি পণ্ডিতদের পুনর্বাসনের জন্য একটি কমিটি গঠন করা উচিত।"

তিনি বিএসপি (BSP) প্রধান মায়াবতীকে (Mayawati) আক্রমণ করে তিনি বলেন যে তিনি বিআর আম্বেদকরের সংবিধান বাঁচাতে কিছুই করেননি। "এটা মনে করা হচ্ছে যে তিনি গোপনে বিজেপির সঙ্গে হাত মিলিয়েছেন। সময় এসেছে যখন সমাজবাদীদেরকে সমস্ত আম্বেদকরবাদীদের একত্রিত করতে হবে।"

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)  

.