প্রাকৃতিক দুর্যোগ, ধসের জেরে অমরনাথ যাত্রা আপাতত স্থগিত
প্রাকৃতিক দুর্যোগ এবং ধসের জেরে অমরনাথ যাত্রা আপাতত স্থগিত রাখা হয়েছে। শ্রীনগর-জম্মু জাতীয় সড়কে ধসের জেরে আটকে পড়েছেন আড়াই হাজারেরও বেশি তীর্থযাত্রী। প্রশাসন সূত্রে জানানো হয়েছে, লাগাতার বৃষ্টিতে বালতাল ও পহেলগাঁও রুট বিপর্যস্ত হয়ে পড়েছে। অমরনাথ মন্দিরের গুহার কাছে, বালতাল ও পহলগাম বেস ক্যাম্পেও সকাল থেকে বৃষ্টি হচ্ছে।
ওয়েব ডেস্ক: প্রাকৃতিক দুর্যোগ এবং ধসের জেরে অমরনাথ যাত্রা আপাতত স্থগিত রাখা হয়েছে। শ্রীনগর-জম্মু জাতীয় সড়কে ধসের জেরে আটকে পড়েছেন আড়াই হাজারেরও বেশি তীর্থযাত্রী। প্রশাসন সূত্রে জানানো হয়েছে, লাগাতার বৃষ্টিতে বালতাল ও পহেলগাঁও রুট বিপর্যস্ত হয়ে পড়েছে। অমরনাথ মন্দিরের গুহার কাছে, বালতাল ও পহলগাম বেস ক্যাম্পেও সকাল থেকে বৃষ্টি হচ্ছে।
আবহাওয়ার উন্নতি না হওয়া পর্যন্ত তীর্থযাত্রীদের অমরনাথ যেতে দেওয়া হবে না বলে জানিয়েছে জম্মু-কাশ্মীর প্রশাসন। চলতি বছরে ৯ জুলাই অর্থাত্ বৃহস্পতিবার পর্যন্ত ১ লক্ষের ওপর পর্যটক অমরনাথ দর্শন করেছেন। শ্রাবণ মাসের শেষ পর্যন্ত চলবে অমরনাথ যাত্রা।