পরিবর্তন চাইছে অথচ প্রধানমন্ত্রীপদপ্রার্থী ঠিক করতে পারছেন না: শাহ
মহাজোটকে নিশানা করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি।
নিজস্ব প্রতিবেদন: মহাজোটে প্রধানমন্ত্রী পদপ্রার্থী কে? আরও একবার সেই প্রশ্ন তুলে দিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। তাঁর প্রশ্ন, বিরোধীদের প্রধানমন্ত্রী মুখ কে?
এদিন উত্তরপ্রদেশের কানপুরের সভায় বিরোধী জোটকে নিশানা করে অমিত শাহ বলেন, ''প্রধানমন্ত্রী পদপ্রার্থীর নাম ঘোষণা করুক বিরোধীরা। মহাজোটের সরকার হলে সোমবার মায়াবতী, মঙ্গলবার অখিলেশ যাদব, বুধবার মমতা, বৃহস্পতিবার শরদ পাওয়ার, শুক্রবার দেবগৌড়া প্রধানমন্ত্রী হবেন। শনিবার হবেন স্টালিন। রবিবার ছুটিতে চলে যাবে গোটা দেশ। এরা পরিবর্তন করতে চাইছে, অথচ নেতার ঠিক নেই''।
BJP President Amit Shah in Kanpur: If gathbandhan comes to power then Behenji will be PM on Monday, Akhilesh ji on Tuesday, Mamata didi on Wednesday, Sharad Pawar ji on Thursday, Deve Gowda ji on Friday, Stalin on Saturday, and the whole country will go on a holiday on Sunday. pic.twitter.com/zIkeaEfAzV
— ANI UP (@ANINewsUP) January 30, 2019
অমিত শাহ আরও বলেন,''বিজেপির কাছে চারটি 'বি' আছে, বড়তা ভারত, বনতা ভারত। ওদের রয়েছে ভুয়া, ভতিজা এবং ভাই-বোন। নরেন্দ্র মোদীর নেতৃত্বে মজবুত সরকার চাইছি আমরা। ওরা চাইছে দুর্বল সরকার''।
উত্তরপ্রদেশে মায়াবতী-অখিলেশ জোট করায় বিজেপির আসন কমতে পারে আভাস দিচ্ছে জনমত সমীক্ষা। কিন্তু কর্মীদের আত্মবিশ্বাস বাড়াতে এদিন অমিত শাহ দাবি করেন,''আসন্ন লোকসভা শুধুমাত্র বিজেপির জন্য নয়, দেশের কাছেও গুরুত্বপূর্ণ। এত সংখ্যায় আসন আসবে, যে বিরোধীদের বুক কেঁপে উঠবে''।
অমিত শাহ আরও একবার স্পষ্ট করেছেন, কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত অনুপ্রবেশকারীদের খুঁজে খুঁজে দেশের বাইরে করা হবে। এর পাশাপাশি শীঘ্রই রাম মন্দির নির্মাণের কাজ শুরু হবে বলেও আশ্বাস দিয়েছেন বিজেপির সভাপতি। তাঁর কথায়, ''রাম মন্দিরের ৪২ একর জমি অধিগ্রহণ করে নিয়েছিল সরকার। ন্যাস ওই জমি ফেরত চেয়েছে। আমরা জমি ফেরাতে তত্পর হয়েছি। এটা অনেক বড় সিদ্ধান্ত। শীঘ্রই আদালতে অযোধ্যা জমি মামলার মীমাংসা হবে''।