ইন্দিরা গান্ধীর জন্মস্থল আনন্দভবনের কর বকেয়া ৪.৩৫ কোটি টাকা! নোটিস পাঠাল যোগী সরকার

নেহরু পরিবারের বসত বাড়িটি অবশ্য এখন সংগ্রহশালা। জওহরলাল নেহরু মেমোরিয়াল ট্রাস্ট নামে সংস্থা পুরোটা পরিচালনা করে। এই ট্রাস্টের মাথায় রয়েছেন সনিয়া গান্ধী

Updated By: Nov 20, 2019, 06:37 PM IST
ইন্দিরা গান্ধীর জন্মস্থল আনন্দভবনের কর বকেয়া ৪.৩৫ কোটি টাকা! নোটিস পাঠাল যোগী সরকার
ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন: যোগী রাজ্যে কংগ্রেসের সঙ্গে কর সংঘাত। ইন্দিরা গান্ধীর জন্মস্থল আনন্দ ভবনে ৪.৩৫কোটি টাকা  করের নোটিস পাঠাল প্রয়াগরাজ পুরসভা। দাবি ২০১৩ থেকে পুর কর বাকি রয়েছে আনন্দভবনে।

নেহরু পরিবারের বসত বাড়িটি অবশ্য এখন সংগ্রহশালা। জওহরলাল নেহরু মেমোরিয়াল ট্রাস্ট নামে সংস্থা পুরোটা পরিচালনা করে। এই ট্রাস্টের মাথায় রয়েছেন সনিয়া গান্ধী। গোটা ঘটনায় উঠছে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থের অভিযোগ। শহরের প্রাক্তন পুরপ্রধানের দাবি, জওহরলাল নেহরু মেমোরিয়াল ট্রাস্ট করের আওতায় পরে না। ফলে আনন্দ ভবনেও কর বসানো যায় না। পুর কর্তৃপক্ষের পাল্টা দাবি কর সমীক্ষার সময়ই নোটিস পাঠানো হয়েছিল। তখন কেন আপত্তি জানানো হয়নি।

আরও পড়ুন- মহারাষ্ট্রে অচলাবস্থার মধ্যে মোদীর সঙ্গে বৈঠক শরদের, অসন্তুষ্ট কংগ্রেস

প্রয়াগরাজ পুরসভার কর আধিকারিক পিকে মিশ্র জানান, দুসপ্তাহ আগে আনন্দ ভবন, স্বরাজ ভবন এবং জওহর প্ল্যানেটেরিয়ামে নোটিস পাঠানো হয়। নোটিসের জবাবও দিয়েছেন দিল্লির জওহরলাল নেহরু মেমোরিয়াল ফান্ডের প্রশাসনিক সচিব এন বালকৃষ্ণন। ওই ভবনের অন্যান্য কাগজপত্র খতিয়ে দেখা হচ্ছে বলে জানান মেয়র।

.