না মানুষী কথা, মানুষের মতই নিজেদের মধ্যে কথা বলতে সক্ষম বহু পশু-পাখি
আপনি কি মনে করেন কথার মাধ্যমে একমাত্র মানুষই নিজের মনের ভাব প্রকাশ করতে পারে? এবার আপনার ভাবনাটা একটু বদলান। সাম্প্রতিক এক গবেষণা দাবি করছে বহু অনান্য জীব জন্তুও এমন কিছু শব্দ তৈরি করে নিজেদের মধ্যে যোগাযোগ স্থাপন করে যা আসলে মানুষের কথার মতই।
নতুন দিল্লি: আপনি কি মনে করেন কথার মাধ্যমে একমাত্র মানুষই নিজের মনের ভাব প্রকাশ করতে পারে? এবার আপনার ভাবনাটা একটু বদলান। সাম্প্রতিক এক গবেষণা দাবি করছে বহু অনান্য জীব জন্তুও এমন কিছু শব্দ তৈরি করে নিজেদের মধ্যে যোগাযোগ স্থাপন করে যা আসলে মানুষের কথার মতই।
এই গবেষণায় উঠে এসেছে বহু জীবজন্তু নিজেদের মধ্যে ভাবের আদান প্রদান করতে জটিল শব্দ তৈরি করে। এমনকি শিস জাতীয় শব্দের মাধ্যমে নিজেদের মধ্যে যোগাযোগ স্থাপন করে তারা।ম
বিভিন্ন প্রজাতির প্রাণী, তিমি, নেকড়ে, ব্যাঙ ও বহু পাখি সহ বিভিন্ন প্রাণীদের গলার আওয়াজ পরীক্ষা করে গবেষকরা জানিয়েছেন এই সমস্ত প্রাণীরা মানুষের মতই একই পদ্ধতিতে নিজেদের মধ্যে কথা বলতে সক্ষম। এই গবেষণা জানাচ্ছে সম্ভবত অনান্য প্রাণীদের কথোপকথন পদ্ধতির সঙ্গে মানুষের কথোপকথনের মধ্যে কোনও মিসিং লিঙ্ক রয়েছে।