Anubrata Mandal: 'আপনাদের বিবেক বলে কিছু নেই'?, আদালতে আবেগপ্রবণ অনুব্রত
জামিনের আবেদন খারিজ। অনুব্রতকে ৮ মার্চ পর্যন্ত বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দিল দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্ট।
জ্য়োতির্ময় কর্মকার: তিহাড়ে একই জেলে থেকেও এখনও দেখা হয়নি দু'জনের! কেন? মেয়ে সুকন্যা গ্রেফতারিতে এবার আবেগপ্রবণ হয়ে পড়লেন অনুব্রত মণ্ডল। আদালতে ইডি-র তদন্তকারী অফিসারকে বললেন, 'আপনাদের বিবেক বলে কিছু নেই'?
গোরুপাচারকাণ্ডে জেল হেফাজতের মেয়াদ শেষ। এদিন দিল্লি রাউস অ্য়াভিনিউ কোর্টে পেশ করা হয় অনুব্রতকে। তখনও শুনানি শুরু হয়নি। জেলের কোর্ট রুমে হুইল চেয়ারে বসে অপেক্ষা করছিলেন কেষ্ট। এরপর কোর্ট রুমে ঢোকেন ইডি-র আধিকারিকরা। সঙ্গে তদন্তকারী অফিসারও।
আরও পড়ুন: Srinagar: শ্রীনগরে জঙ্গি হামলার ছক, গুলির লড়াই শেষে খতম ২ সন্ত্রাসবাদী
অনুব্রতকে দেখে, তাঁর দিকে এগিয়ে যান তদন্তকারী অফিসার। জানতে চান, 'কেমন আছেন'? এরপরই তদন্তকারী অফিসারের হাত ধরে ভাঙা হিন্দি ও বাংলা মিশিয়ে অনুব্রত বলেন, 'আপনাদের বিবেক বলে কিছু নেই। মেয়েটাকেও গ্রেফতার করলেন'! হিন্দিভাষী অফিসার অবশ্য প্রথমে বুঝতে পারেননি। পরে ইডি-র বাঙালি অফিসার অনুব্রতের কথা অনুবাদ করে তাঁকে বুঝিয়ে দেন। কেষ্
গত ২৬ এপ্রিল গোরুপাচারকাণ্ডে সুকন্য়া মণ্ডলকে গ্রেফতার করে ইডি। বাবা-মেয়ে এখন তিহাড় জেলে। সুকন্য়ার সঙ্গে দেখা করতে চেয়ে জেল কর্তৃপক্ষের কাছে আবেদন করেছেন অনুব্রত। তবে, আগামি শনিবারের আগে দু'জনে দেখা হওয়ার সম্ভাবনা নেই বলে সূত্রের খবর। অনুব্রতকে ৮ মার্চ পর্যন্ত বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।