নিয়ন্ত্রণ রেখায় পাক তত্পরতা দেখেই পাঞ্জাব-রাজস্থান সীমান্তে সেনা-ট্যাঙ্ক পাঠাচ্ছে ভারত
গত কয়েক দিনধরেই পঞ্জাব ও রাসস্থান সীমান্ত ঘেঁসা গ্রামগুলি থেকে তার নাগরিকদের সরিয়ে নিচ্ছে পাক সরকার
নিজস্ব প্রতিবেদন: পাকিস্তান শক্তি প্রদর্শন করতেই পাল্টা ব্যবস্থা নিল ভারত।
পঞ্জাব ও রাজস্থানে ভারত-পাক সীমান্তে সেনা ও ট্যাঙ্ক সমাবেশ করার কাজ শুরু হয়েছে। গত দুদিন ধরে কানপুর, ঝাঁসি থেকে সেনাবাহিনীর ট্যাঙ্ক তাদের ফরওয়ার্ড পোস্ট লোকেশনের দিকে এগিয়ে চলেছে। পঞ্জাবের আবহারল ও রাজস্থানের বারমেঢ় থেকে সেনা তত্পরতা লক্ষ্য করা গিয়েছে। এমনটাই খবর সংবাদমাধ্যমে।
আরও পড়ুন-মমতার সুর রাহুলের গলায়, ক্ষমতায় আসলে নীতি আয়োগ তুলে দেওয়ার ঘোষণা
গত কয়েক দিনধরেই পঞ্জাব ও রাসস্থান সীমান্ত ঘেঁসা গ্রামগুলি থেকে তার নাগরিকদের সরিয়ে নিচ্ছে পাক সরকার। পাশাপাশি অমৃতসর ও জম্মুর সাম্বায় আন্ত্রর্জাতিক সীমানা ঘেঁসে সেনা সমাবেশ করছে পাকিস্তান।
গত ১৪ কাশ্মীরের পুলওয়ামায় সিআরপিফের কনভয়ে জঙ্গি হামলার পর থেকেই দুদেশের মধ্যে সম্পর্ক উত্তেজনাপূর্ণ হয়ে রয়েছে। ২৬ ফেব্রুয়ারি খাইবার পাখতুনখাওয়ায় জঙ্গি শিবিরে হামলা চালায় বায়ুসেনা।
আরও পড়ুন-নিজের ওয়ার্ডেই তৃণমূলের অনুষ্ঠানে ব্রাত্য সব্যসাচী
পুলওয়ামা হামলা ও বালাকোটে বায়ুলেনার পাল্টা আঘাত নিয়ে এখনও চাপানউতোর চলছে। তবে এতকিছুর মধ্যেও নিয়মিত অস্ত্রবিরতি চুক্তি লঙ্ঘন করে গোলাগুলি চালাচ্ছে পাক সেনা। এসব দেখেই জম্মু ও কাশ্মীরে নিয়ন্ত্রণরেখায় সতর্ক রাখা হয়েছে সেনাকে। তখন থেকেই নিয়ন্ত্রণরেখা বরাবর সেনা ও অস্ত্র সমাবেশ করে চলেছে ভারত।