এবারই প্রথম হিন্দিতে বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী
এদিন বর্তমান এনডিএ সরকারের পঞ্চম বাজেট পেশ করবেন জেটলি। আর তা করতে গিয়ে রীতিমতো চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে তাঁকে।
নিজস্ব প্রতিবেদন : বৃহস্পতিবার সকাল ১১টায় লোকসভায় ২০১৮-১৯ অর্থবর্ষের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী অরুণ জেটলি। ২০১৯ লোকসভা নির্বাচনের আগে বর্তমান নরেন্দ্র মোদী সরকারের এটাই শেষ পূর্ণাঙ্গ বাজেট। তাই এবারের বাজেটের দিকে চোখ সব পক্ষেরই।
সূত্রের খবর, এবারই প্রথম হিন্দিতে নিজের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী। লক্ষ্য সাধারণ মানুষের কাছে যাতে গোটা বিষয়টি বোধগম্য হয়।
এদিন বর্তমান এনডিএ সরকারের পঞ্চম বাজেট পেশ করবেন জেটলি। আর তা করতে গিয়ে রীতিমতো চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে তাঁকে। ২০১৯ সালের লোকসভা ভোটের আগে মোদী সরকারের এটাই শেষ পূর্ণাঙ্গ বাজেট। তাই, বাজেটকে জনমোহিনী করে তোলার চেষ্টা এবারের যে থাকবেই তা নিশ্চিত। রাজনৈতিক মহলের ধারণা, অর্থনীতির স্বাস্থ্য যাতে কোনও ভাবেই খারাপ না হয় সেদিকেও থাকবে নজর।
আরও পড়ুন- দেশের বাজেট ২০১৮: সংসদে পৌঁছলেন জেটলি, দেখুন প্রতি মুহূর্তের আপডেট