দিল্লিতে বহিরাগত নন কেজরিওয়াল, নির্বাচনে লড়তে বাধা নেই আপ সুপ্রিমোর: কমিশন

Updated By: Feb 3, 2015, 10:15 AM IST
  দিল্লিতে বহিরাগত নন কেজরিওয়াল, নির্বাচনে লড়তে বাধা নেই আপ সুপ্রিমোর: কমিশন

নয়া দিল্লি: স্বস্তিতে আম আদমি পার্টি। সোমবার নির্বাচন কমিশন জানিয়ে দিল আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল দিল্লিরই ভোটদাতা। তাই দিল্লি নির্বাচনে তিনি প্রতিদ্বন্ধীতা করতে তাঁর কোনও বাধা নেই।

কংগ্রেস প্রার্থী কিরণ ওয়ালিয়া নির্বাচন কমিশনের কাছে কেজরিওয়ালের প্রার্থীপদ বাতিলের আবেদন করেছিলেন। কিরণের দাবি ছিল ঠিকানা পরিবর্তন করে কেজরিওয়াল বেআইনিভাবে নিজেকে দিল্লির বাসিন্দা রূপে প্রতিষ্ঠিত করেছেন। তাই দিল্লিতে এখন আর তাঁর ভোটে দাঁড়ানোর অধিকার নেই। নির্বাচন কমিশন সূত্রে খবর রিটার্নিং অফিসার এই আবেদন খারিজ করে দিয়েছেন।

সূত্রে খবর, আরপিএ অ্যাক্ট অনুযায়ী অরবিন্দ কেজরিওয়াল যেহেতু দিল্লিরই ভোটদাতা তাই রাজধানীর বিধানসভা নির্বাচনে তিনি ইচ্ছা করলেই প্রতিদ্বন্ধীতা করতে পারবেন।

একই দাবিতে দিল্লি হাইকোর্টেও আবেদন করেছিলেন কিরণ। হাইকোর্ট এই বিষয়ে কেজরিওয়ালের প্রতিক্রিয়া জানতে চেয়েছে।

বিচারপতি ভিভু বাখরু ভারতের নির্বাচন কমিশন, মুখ্য নির্বাচনী অফিসার এবং অনান্য আধিকারিকদের প্রতি একটি নোটিশ জারি করে বুধবারের মধ্যে এই বিষয়ে তাঁদের জবাব দিতে বলেছেন।

.