বিধানসভা নির্বাচনের ফল কমিশনে সাইট ও অ্যাপ থেকে দেখবেন কীভাবে, জেনে নিন

জি ২৪ ঘণ্টার লাইভ টিভিতে(Live TV) প্রতি মুহূর্তের আপডেট দেখানো হবে সকাল থেকেই  

Updated By: May 1, 2021, 08:19 PM IST
বিধানসভা নির্বাচনের ফল কমিশনে সাইট ও অ্যাপ থেকে দেখবেন কীভাবে, জেনে নিন

নিজস্ব প্রতিবেদন: রবিবার দেশের ৪ রাজ্য ও এক কেন্দ্রশাসিত অঞ্চলে বিধানসভা নির্বাচনের ভোটগণনা। এনিয়ে প্রস্তুতি শেষপর্যায়ে। গণনা কেন্দ্রগুলিতে কড়া নিরাপত্তার পাশাপাশি মেনে চলা হবে করোনা সতর্কতা বিধিও।

আরও পড়ুন-টিকাকরণের গতি বাড়াতে ভারতে চলে এল রাশিয়ার ভ্যাকসিন Sputnik V  

দেশের মোট ৮২২ বিধানসভা আসনের ভোটগণনা শুরু হবে সকাল ৮টা থেকে। নির্বাচন কমিশন(ECI) তার ওয়েব সাইটে সকাল আটটা থেকেই ফল প্রকাশ করবে। একইসঙ্গে কমিশনের অ্যাপ থেকে পাওয়া যাবে ফলাফল। 

নির্বাচন কমিশনের ওয়েবসাইটে গিয়ে জানা যাবে ফলাফল

এর জন্য যেতে হবে https://results.eci.gov.in/ সাইটে

এরপর যেতে হবে ‘General assembly Elections 2021’-এ।

এখানে ক্লিক করলেই একটি নতুন উইন্ডো খুলে যাবে। তারপর বেছে নিতে হবে রাজ্য।

 

আরও পড়ুন-সরল সুরের সেই ভাষাতেই গান বাঁধলেন সত্যজিৎ

নির্বাচন কমিশনের ওয়েবসাইট ছাড়াও কমিশনে App থেকে জানা যাবে ভোটের ফল

গুগল প্লে স্টোরে গিয়ে ডাউনলোজ করতে হবে Voter Helpline app

অ্যাপ খুলে প্রয়োজনী তথ্য দিতে হবে। 

অ্যাপে নিজের নাম রেজিস্টার করতে পারেন বা নাও পারেন। স্কিপ করে গেলেও Results অপশনটি দেখাবে।

এছাড়া জি ২৪ ঘণ্টার লাইভ টিভিতে(Live TV) প্রতি মুহূর্তের আপডেট দেখানো হবে সকাল থেকেই।

.